টলিউড,বিনোদন,গসিপ,সোশ্যাল মিডিয়া,সব্যসাচী চৌধুরী,ঐন্দ্রিলা শর্মা,ব্রেইন স্ট্রোক,Tollywood,Entertainment,Gossip,Aindrila Sharma,Brain Stroke,Sabyasachi Choudhary

Moumita

‘নিজে হাতে নিয়ে এসেছি, নিজে হাতেই বাড়ি নিয়ে যাবো’, ঐন্দ্রিলাকে নিয়ে অবশেষে মুখ খুললেন সব্যসাচী

ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা। কেমন আছেন অভিনেত্রী? আপাতত এই খবরটির জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ভক্তবৃন্দরা। হাসপাতাল সূত্রে খবর, ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অবধি জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই হতভম্ব হয়ে যায় তার অনুরাগীরা।

   

এইমুহুর্তে হাসপাতালে অভিনেত্রীর সাথে রয়েছেন তার ছায়াসঙ্গী তথা তার বেঁচে থাকার অন্যতম অবলম্বন সব্যসাচী চৌধুরী। আর সেই কারণেই অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের খবর জানতে চেয়ে বার বার ফোন যাচ্ছে সবস্যসাচীর কাছে। সম্প্রতি এই নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় কলম চালালেন তিনি।

এর আগে গচ বৃহস্পতিবার সকালে অভিনেতা সৌরভ দাস ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে।’ এরপরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে এই নিয়ে পোস্ট দেন সব্যোসাচীও।

টলিউড,বিনোদন,গসিপ,সোশ্যাল মিডিয়া,সব্যসাচী চৌধুরী,ঐন্দ্রিলা শর্মা,ব্রেইন স্ট্রোক,Tollywood,Entertainment,Gossip,Aindrila Sharma,Brain Stroke,Sabyasachi Choudhary

অভিনেতা লেখেন, ‘ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’

টলিউড,বিনোদন,গসিপ,সোশ্যাল মিডিয়া,সব্যসাচী চৌধুরী,ঐন্দ্রিলা শর্মা,ব্রেইন স্ট্রোক,Tollywood,Entertainment,Gossip,Aindrila Sharma,Brain Stroke,Sabyasachi Choudhary

হাসপাতাল সূত্রে খবর, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথায় রক্তজমাট বেঁধেছে ঐন্দ্রিলার। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ নিয়ে ভর্তি করার পর মঙ্গলবার রাতেই হাওড়ার বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলা শর্মার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সেদিন থেকেই কোমায় রয়েছেন তিনি। সূত্রের খবর, এইমুহুর্তে তাকে রাখা হয়েছে নিউরো আইসিইউতে।