বিনোদন,বলিউড,বলিউড গসিপ,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ Entertainment,Bollywood,Bollywood Gossip,Vicky Kaushal,Katrina Kaif

Papiya Paul

পরপর ছবি ব্যর্থ, তবুও হার মানেননি, জীবনে সফলতা পেতে কতটা পরিশ্রম করতে হয়েছে ভিকি কৌশলকে

কখন যে কিভাবে কার ভাগ্যের চাকা ঘুরে যায় তা সত্যিই কেউ আগে থেকে বলতে পারে না। এমনটাই হয়েছে বলিউডের(Bollywood) অভিনেতা ভিকি কৌশলের(Vicky Kaushal) জীবনে। মাত্র ছয় বছরের বলিউড কেরিয়ারে এত তাড়াতাড়ি সফলতা লাভ করেননি অন্য কোন অভিনেতা-অভিনেত্রী। মুম্বইয়ের দশ ফুট বাই দশ ফুট এর ঘরে বড় হয়েছেন ভিকি কৌশল। সেখান থেকে নিজের ক্ষমতায় আজ বলিউডের প্রযোজকদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে তার নাম।

   

শুধু তাই নয়, বর্তমানে তিনি সুন্দরী ক্যাটরিনার স্বামী। অভিনেতার ফ্যান ফলোইং সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ভিকির বাবা শ্যাম কৌশল বলিউডের একজন সফল অ্যাকশন পরিচালক। কিন্তু তবুও বলিউডে জায়গা করতে বেশ বেগ পেতে হয়েছে ভিকিকে। যদিও তার বাবা কখনোই চাইতেন না যে ভিকি বলিউডে কাজ করুক। ছোট থেকেই বেশ মেধাবী ছাত্র ছিলেন ভিকি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও যথেষ্ট আগ্রহী ছিলেন।

ভিকির বাবা চাইতেন ভিকি এমন কাজ করুক যেখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট মাইনা থাকবে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা ছোট কোম্পানিতে কাজ করতেন অভিনেতা। যদিও বেশ কিছুদিন কাজ করার পরই তিনি বুঝতে পারেন কম্পিউটারের সামনে বসে সারা জীবন কাজ করার ক্ষমতা তার নেই। এরপরে ভিকি ওই কাজ ছেড়ে দিয়ে তার বাবার সঙ্গে সিনেমার কাজ করতে শুরু করে। এখান থেকেই তাঁর সিনেমার প্রতি গভীর আগ্রহ জন্মায়। ধীরে ধীরে পরিচালক অনুরাগ কাশ্যপের টিমের সদস্য হয়ে ওঠেন ভিকি। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবি ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ সহ পরিচালকের ভূমিকা পালন করেন অভিনেতা।

২০১৫ সালে প্রথম কেন্দ্রীয় চরিত্রে ‘মাসান’ ছবিতে অভিনয় করেন। যদিও এর আগে বেশ কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মাসান ছবিতে তার অভিনয় দর্শকদের মন কাটলেও সেই ছবি বক্স অফিসে সাড়া ফেলেনি। এরপর ২০১৬ সালে ‘রামন রাঘাভ ২’ তে অভিনয় করেন তিনি। কিন্তু এই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ভিকির অভিনয় ভালো হলেও সিনেমা হিট হচ্ছিল না।

২০১৮ সালে সঞ্জয় দত্তের বায়োপিকে কামলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান। এই সিনেমা বক্স অফিসের সফলতা পায় এবং তার সাথে ভিকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। ২০১৯ সালে উরি সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউডের হার্টথ্রব। এছাড়া আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন যেগুলো বক্সঅফিসে সাড়া ফেলেছে। আর এখন ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর থেকে জনপ্রিয়তা যে আরো বেড়ে গেছে তার বলতে বাকি রাখে না।