Papiya Paul

চিরাচরিত প্রথার উল্টোপথে হাঁটলেন অভিনেত্রী, নিজের বোনপোকে ‘মিমি ভাত’ খাওয়ালেন শ্রুতি

আমাদের সমাজ শুরু থেকেই পুরুষদের কেন্দ্র করে বিভিন্ন নিয়মে আবৃত। ঠিক যেমন- ভাইফোঁটা কিংবা পৌরোহিত্য, মামা ভাত, জামাইষষ্ঠী সবকিছুই পুরুষদের কেন্দ্র করে। যদিও এর কারণ ব্যাখ্যা সেভাবে কেউই দিতে পারেন না। তবে এখন ধীরে ধীরে সময় বদলেছে। পাল্টাচ্ছে জীবনযাত্রা আর এই নিয়ম বদলে দিচ্ছেন মহিলারাই। তারা নিজেরাই নিজেদেরকে নতুন প্রথার মধ্যে যুক্ত করছেন।

   

সোশ্যাল মিডিয়ায় এরকম বহু পরিবর্তনে নিদর্শন আমরা দেখতে পাই। পৌরহিত্যের ক্ষেত্রে এখন শুধু পুরুষরা নয় মহিলারাও বিয়ে দিচ্ছেন। ঠিক তেমনি ভাইফোঁটার সাথে সাথে বোনফোটাও পালন হচ্ছে। এরকমই ব্যতিক্রমী চিন্তাধারার পরিচয় দিলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। সম্প্রতি তার দিদির ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল।

যদিও এই অনুষ্ঠানকে মামাভাত হিসাবেও পরিচয় দেওয়া হয়। এর কারণ মামারাই তাদের বোনপো বা বোনজিকে কোলে বসিয়ে জীবনের প্রথম ভাত খাওয়ান। মামা না থাকলে সেক্ষেত্রে দাদু এই ভূমিকা পালন করেন। এবার এই প্রথাকে বুড়ো আঙ্গুল দেখালেন অভিনেত্রী। তার দিদির ছেলের মুখে প্রথম ভাত তুলে দিয়েছেন শ্রুতি।

আর এই কাজ করে তিনি অত্যন্ত গর্বের সাথে ক্যাপশনে লিখেছেন,”নিজের বোনপো কে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা ❤
সাথে success ও 🙂
প্রথা ভাঙার আলাদাই আনন্দ 🙂
Why always মামাভাত? মা মাসি রাই তো খাওয়ায় রোজ বাচ্চা দের 🙂
বাবা মেসো রা কদাচিৎ 🙂 …”

এর সাথে তিনি সমাজের নিয়মের বদল ঘটিয়েছেন। বরাবরই স্পষ্টবাদী অভিনেত্রী হিসাবে পরিচিত তিনি। তাঁর গায়ের রং নিয়ে বহুবার কটাক্ষের সম্মুখীন হয়েছেন বটে, কিন্তু সকলকে যোগ্য জবাব দিতে ভোলেননি তিনি।