নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সমস্ত প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষীর ভান্ডার (Laxmir Bhandar)। তবে সেটা এবার অতীত হতে পারে। কেন? কারণ আজ যে স্কিম সম্পর্কে বলব সেটায় আবেদন করলে মাসে ১০০০ নয় বরং ২৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে।
এই প্রকল্পে ইতিমধ্যেই আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। ১৫ই জুলাই থেকেই আবেদন করা যাচ্ছে, চলবে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রকল্পে আবেদন করে নাম উঠলেই মাসে ২০০০ টাকা করে বছরে মোট ২৪,০০০ টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী স্কলারশিপ
রাজ্যের পড়ুয়াদের শিক্ষার পথে যাতে অর্থ কোনো বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য ঐক্যশ্রী স্কলারশিপ শুরু করা হয়। পশ্চিমবঙ্গের বসবাসকারী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন, শিখ সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপে আবেদন করলে মাধ্যমিকের আগে থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এমনকি কলেজ বা পেশাদারি শিক্ষার ক্ষেত্রেও আর্থিক সাহায্য পাওয়া যাবে। গ্রাজুয়েশনের পরেও ২ বছর এই স্কিমে ২৪০০০ করে মোট ৪৮০০০ টাকা পাওয়া যাবে। এছাড়াও যারা বিএড এর পড়াশোনা করতে চান তারাও ৯০০০ টাকা করে ২ বছরে মোট ১৮,০০০ টাকা পাবেন।
আরও পড়ুনঃ টাকার দরকারে নো চিন্তা! ৫০,০০০ টাকার লোন দিচ্ছে সরকার, এভাবে করুন আবেদন
Aikyashree Scholarship এ আবেদনের জন্য যোগ্যতাঃ
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এই স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীকে সংখ্যালখু সম্প্রদায়ভুক্ত হতে হবে। উদাহরণস্বরূপঃ মুসলিম, ক্রিস্টান, বৌদ্ধ, শিখ ইত্যাদি
- শেষ পরীক্ষায় ৫০% নম্বর সহ পাশ করতে হবে
- আবেদনকারীর পারিবারিক যায় ২ মুখের অধিক হওয়া চলবে না।
কিভাবে আবেদন করতে হবে?
- যারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের প্রথমেই https://wbmdfcscholarship.org ওয়েবসাইটে চলে যেতে হবে।
- সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর সেটা সাবমিট করতে হবে।
- ফর্ম সাবমিট করার পর সেটার প্রিন্ট আউট নিয়ে নিজের স্কুল বা কলেজে জমা দিতে হবে। তারপর বাকি কাজ স্কুল বা কলেজ কর্তৃপক্ষই করবে।