নিউজ শর্ট ডেস্ক: দেশের বিখ্যাত টেলিকম সংস্থা এয়ারটেলের (Airtel) পক্ষ থেকে সম্প্রতি বাজারে আনা হয়েছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plan)। এক্ষেত্রে একটি কিংবা দুটি নয় একসঙ্গে পাওয়া যাবে মোট ১৫টি ওটিটি প্লাটফর্মের (15 OTT Platform) সাবস্ক্রিপশন। যা নিঃসন্দেহে যে কোনো এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুযোগ।তাই কেউ যদি বর্তমানে কোনো ওটিটি প্ল্যানের সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবেন তাহলে এই প্ল্যানটি কিন্তু দারুন অপশন হতে পারে।
এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান কিনলে একদিকে যেমন মিলবে একগুচ্ছ ওটিটি সাবস্ক্রিপশন তেমনই পাওয়া যাবে 15GB ইন্টারেনট ডেটা। আসুন বিস্তারিত জানা যাক এই প্ল্যানের সুবিধা সম্পর্কে।
এয়ারটেল রিচার্জ প্ল্যান
এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের দাম ১৪৮ টাকা। এয়ারটেলের এই প্ল্যান রিচার্জ করলেই পাওয়া যাবে Sony Liv, Lionsgate Play, Eros Now, Hoichoi, Airtel Extreme Playm, Manorama Max সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। এখানেই শেষ নয় এয়ারটেলের এই ধামাকা অফারে সেইসাথে মিলবে 15GB ইন্টারনেট ডেটা।
তবে বলে রাখি এটি কিন্তু একটি অ্যাড-অন প্ল্যান। তাই এই প্লেন চালু করার জন্য আগে থেকেই একটা বেশ প্ল্যান থাকা জরুরি। তাই খেয়াল রাখতে হবে যতদিন প্রাইমারি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিনই এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান অ্যাক্টিভ থাকবে। তাই খেয়াল রাখবেন রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হতে যত দিন বাকি থাকবে তত দিনই এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে।
জানা যাচ্ছে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। এছাড়া অন্যান্য বিকল্পের কথা বললে এয়ারটেল ৩৪৯ টাকার প্ল্যান সহ এয়ারটেল এক্সট্রিম প্ল্যান অফার করছে যা থেকে টেলিকম প্ল্যানেরও সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি এক মাস। এতে আড়াই জিবি ডেটা সহ আনলিমিটেড কোলের সুবিধা পাওয়া যাবে।