নিউজ শর্ট ডেস্ক: মুকেশ আম্বানির জিও’র পর এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হল এয়ারটেল (Airtel)। বর্তমানে আমাদের দেশে এয়ারটেলের মোট ৩৭ কোটি গ্রাহক রয়েছে। তবে এবার দুটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে গ্রাহকদের বিরাট বড় ঝটকা দিল এই সংস্থা।
বিগত কয়েক মাস ধরেই বহু মানুষ অন্য কোম্পানি থেকে পোর্ট করিয়ে এয়ারটেলের সিমকার্ড কিনেছেন । ইতিমধ্যেই দেশজুড়ে আনলিমিটেড ৫জি পরিষেবাও শুরু করেছে এয়ারটেল। এবার ইউজার পিছু গড় আয় (ARPU) বাড়ানোর লক্ষ্যেই একগুচ্ছ পরিকল্পনা নিয়ে হাজির এই টেলিকম কোম্পানি।
এসবের মধ্যেই এবার এক ধাক্কায় এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের খরচ বাড়ল ৪০ টাকা। যার ফলে অন্যান্য কোম্পানিগুলিও আগামী দিনে ৪জি রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে চলেছে খুব তাড়াতাড়ি।
কোন কোন প্ল্যানের দাম বেড়েছে?
জানা যাচ্ছে এয়ারটেলের ১১৮ টাকা এবং ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে ১১৮ টাকার প্ল্যানে ১১ টাকা দাম বাড়িয়ে করা হয়েছে ১২৯ টাকা। অন্যদিকে ২৮৯ টাকার প্ল্যানের দাম ৪০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩২৯ টাকা।
এর মধ্যে একটি প্ল্যান এয়ারটেলের ৪ জি ডেটা ভাউচার, আর একটি হল বেসিক প্ল্যান। ইতিমধ্যেই এয়ারটেল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে নতুন দাম আপডেট করা হয়েছে।
এয়ারটেলের ১২৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে ১২ জিবি ডেটা পাওয়া যায়। যাদের স্মার্টফোনে অ্যাক্টিভ প্ল্যান থাকে তাদের যদি অতিরিক্ত ডেটার প্রয়োজন হয় তাদের জন্যই এই রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। তবে এক্ষেত্রে কোনও দৈনিক ডেটা পাওয়া যায় না। এছাড়া বেসিক মোবাইল রিচার্জ প্ল্যানের মেয়াদ যতদিন থাকে শুধুমাত্র ততদিন-ই এই ১২ জিবি ডেটা পাওয়া যাবে।
এয়ারটেল ৩২৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের দাম ৪০ টাকা বাড়লেও একই সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের মেয়াদ থাকে ৩৫দিন। এখানে ডেটার পাশাপাশি অন্যান্য সুবিধাও পাওয়া যায়। মোট৪ জিবি ডেটার সাথেই পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি SMS-এর সুবিধা।