গতকালই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহু আলোচিত সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ'(Samrat Prithviraj)। ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে এই সিনেমার চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে। এই সিনেমাতে অক্ষয় কুমার(Akshay Kumar) ছাড়াও অভিনয় করেছেন মানুষি চিল্লার, সঞ্জয় দত্ত এবং সোনু সুদ।
এখন প্রত্যেক সিনেমা মুক্তির পরেই বক্স অফিসে কত টাকা উপার্জন করতে পারল সেই নিয়ে জানার আগ্রহ থাকে সকল দর্শকদের মধ্যেই। এই সিনেমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তবে এবার জানা গিয়েছে প্রথম দিনে বক্সঅফিসে ‘এভারেজ’ আয় করে যাত্রা শুরু করেছে সম্রাট পৃথ্বীরাজ।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটির সকালের প্রদর্শনীতে মাত্র ২০ শতাংশ দর্শক সমাগম হয়েছে। আর প্রথম দিনের সিনেমাটি আয় হয়েছে প্রায় ১১ থেকে ১২ কোটি টাকার মতো। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় প্রায় সাড়ে তিন হাজারের ওপরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
প্রথম দিন সেভাবে বক্স অফিস কালেকশন না হলেও শনিবার এবং রবিবার এই সিনেমা বক্স অফিসে বেশ ভালো আয় করবে বলেই মনে করা হচ্ছে। আবার বেশ কয়েকটি রাজ্যে ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমাটি ট্যাক্স ফ্রি হিসেবে ঘোষনা করেছে রাজ্য সরকার। এছাড়া এই সিনেমা যারা দেখেছেন, সেই দর্শকেরাও সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশংসা করেছেন। অক্ষয় কুমারের অভিনয় বরাবরের মতো এই ছবিতেও বেশ প্রশংসিত হয়েছে। এমনকি সমালোচকরাও এই ছবি নিয়ে প্রশংসা করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে পেরেছে। কার্তিক আরিয়ানের জীবনের অন্যতম সেরা ছবির তকমা পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবিটি প্রায় ১৪১ কোটির উপরে আয় করেছে।