Insurance Rules

Insurance Rules: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সব ইন্স্যুরেন্সের নিয়মকানুন, বেশি সুবিধা গ্রাহকদের

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে এখন কোনো না কোনো ইন্সুরেন্স(Insurance Rules) করিয়ে রাখেন। সেটা জীবন বীমা হোক কিংবা স্বাস্থ্য বীমা। এদিকে বিভিন্ন বীমা সংস্থাগুলির মধ্যেও এলআইসির জনপ্রিয়তা সবসময় বেশি। বিশেষ করে জীবন বীমার ক্ষেত্রে।

তবে এবার এলআইসি হোক কিংবা টাটা বা অন্য কোন বীমা কোম্পানি সকলের ক্ষেত্রেই নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই বদল আসতে চলেছে। আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বদল আনার ফলে অনেক বেশি সুবিধা পাবেন গ্রাহকেরা।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে প্রত্যেক বীমার অ্যাকাউন্ট ডিজিটাল হয়ে যাবে। অর্থাৎ এই নতুন প্রক্রিয়া কার্যকর হয়ে যাওয়ার পরে আর গ্রাহকদের বীমার কাগজপত্র নিয়ে আর কোন চিন্তা করার কিছু নেই। এরপর সমস্ত কিছুই ডিজিটাল উপায়ে পাওয়া যাবে।

আরও পড়ুন: LPG Cylinder: ১ এপ্রিল থেকে কমছে গ্যাসের দাম! এক লাফে ৩০০ টাকা কমায় স্বস্তি পেল আমজনতা

প্রটেকশন অফ পলিসি হোল্ডার ইন্টারেস্ট রেগুলেশন ২০২৪ হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নিয়ম জারি হতে চলেছে। এই নিয়মের মধ্য দিয়ে এবার প্রত্যেক বীমা হোল্ডারের সমস্ত বিমার কাগজপত্র ডিজিটাল আকারে সুরক্ষিত থাকবে। যখন খুশি গ্রাহকেরা যে কোন কাজ ডিজিটাল উপায়ে করতে পারবেন।

Avatar

Papiya Paul

X