নিউজ শর্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Deboshree Roy)। যদিও জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে বাংলার দর্শকরা চেনেন ‘কলকাতা রসগোল্লা’ (Kolkata Rosogolla) নামেই। একটা সময় এই টলি অভিনেত্রীর সিনেমা দেখার জন্য সিনেমা হলের বাইরে পড়ে যেত লম্বা লাইন।
একটা সময় দেবশ্রীর দুর্দান্ত অভিনয় আর মিষ্টি হাসি দেখে সিনেমা হল ফেটে পড়তো মুহুর্মুহু হাততালি আর সিটিতে। একটা সময় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে দেবশ্রী রায়ের জুটি ছিল সুপারহিট। তবে বহুদিন হল বড়পর্দায় অভিনয় থেকে দূরে সরে এসেছেন দেবশ্রী।
মাঝে বেশ কিছুদিন দাপিয়ে করেছিলেন রাজনীতিও। তবে পরবর্তীতে রাজনীতির ময়দান ছেড়ে দেবশ্রী আবার ফিরে আসেন নিজের জগতে। জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘সর্বজয়া’র হাত ধরে টেলিভিশনের জগতে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।
এই সিরিয়ালে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন দেবশ্রী। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে দেবশ্রীকে বিপুল খ্যাতি দিয়েছিল ‘কলকাতা রসগোল্লা’ গানটি। রানি মুখার্জীর বাবা রাম মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তে লেখা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়ার ‘মিশকা’ অহনার কাছে নাচ শিখতে চান, খরচ কত জানেন?
ছবিতে পকেটমারের চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। এই সিনেমারই একটি দৃশ্যে দেবশ্রীর লিপে বসানো হয়েছিল জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’। যা আজও চোখে লেগে রয়েছে বাংলার দর্শপকদের। আর সেই থেকে দেবশ্রীও সকলের কাছে ‘কলকাতা রসগোল্লা’ নামেই পরিচিত।
কিন্তু অভিনেত্রী নিজে কি রসগোল্লা খেতে পছন্দ করেন? এক সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন করা হলে দেবশ্রী জানিয়েছেন,’ও মা খাবো না কেন? ওটা তো আমার প্রিয় মিষ্টি। আমি তো আমার পোষ্যদেরও খাইয়েছি’। সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন তিনি নাকি একসঙ্গে অনেক রসগোল্লাও খেতে পারেন।