Government Scheme

Government Scheme: মধ্যবিত্ত পরিবারের জন্য সুবর্ণ সুযোগ! সরকারি এই প্রকল্পে থাকছে বিরাট সুযোগ

নিউজ শর্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্পের অধীনে এক বিরাট ঘোষণা করেছেন। সকলেই জানেন এর আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দেশের নিম্ন এবং মাঝারি আয়ের মানুষদের বাড়ি তৈরি বা কেনার জন্য অর্থ সাহায্য করেছিল সরকার। আর এবার ২০২৫ সালের আর্থিক বাজেটে ভারতের মধ্যবিত্ত পরিবারের (Middle Class Family) সদস্যদের সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনা আর নির্মাণের জন্য একটি নতুন সরকারি প্রকল্প (Government Scheme) ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের অধীনে ভাড়া বাড়ি, বস্তি এবং অবৈধ কলোনিতে বসবাসকারী মধ্যবিত্ত পরিবার গুলিকে তাদের নিজস্ব বাড়ি কিনতে কিংবা  তৈরি করতে আর্থিক সাহায্য করবে সরকার। ‘সকলের জন্য আবাসন’ (Housing Schemes) নীতির অধীনে তৈরী এই প্রকল্প সম্পূর্ণ নতুন একটি প্রকল্প। এখানে বলে রাখি এই কিন্তু  প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) সম্প্রসারণ নয়। এই নতুন স্কিমে সরকার সুবিধাভোগীদের চিহ্নিত করবে এবং তাঁদের উপার্জনের স্তর, অবস্থান এবং বাড়ির ধরন সম্পর্কে সমস্ত তথ্য যাচাই করে তবেই  সাহায্য করবে।

আমাদের দেশে মধ্যবিত্ত কারা?

কিন্তু ভারতে মধ্যবিত্তের সংজ্ঞা কি? এই বিষয়ে পশ্চিমের দেশগুলোতে অনেক স্বচ্ছতা থাকলেও ভারতে এর কোনও স্পষ্ট সংজ্ঞা নেই। এই গোষ্ঠীকে চিহ্নিত করার জন্য বিভিন্ন জরিপ পরিচালনা করে আয়ের মাত্রা নির্ধারণ করা হয়েছে। পিপল রিসার্চ অন ইন্ডিয়াস কনজিউমার ইকোনমি (PRICE) ২০২২ রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর ৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে এমন পরিবারগুলিই মধ্যবিত্তের আওতায় পড়ে।

সরকারি প্রকল্প,Government Scheme,আবাসন প্রকল্প,Housing Schemes,মধ্যবিত্ত পরিবার,Middle Class Family,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

১০ বছরের পুরনো একটি তথ্য বলছে, এমন অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের মধ্যবিত্ত বললেও তাঁরা আসলে দেশের সর্বোচ্চ উপার্জনকারী জনসংখ্যার শীর্ষ ১-৫ শতাংশের মধ্যে রয়েছেন। তাই বাস্তবে মধ্যবিত্ত পরিবারের আয় অনেক কম। ভোক্তা ব্যয় ও আদমশুমারির তথ্য পাওয়া গেলেই এই বিষয়ে সঠিক ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন: রেশনে চাল কেনার জন্য টাকা দেবে সরকার! আধার লিঙ্ক থাকলেই মিলবে এই সুযোগ

তবে বিশ্বব্যাপী মধ্যবিত্তের সংজ্ঞা নিয়ে নানা মুনির নানা মোট। কিন্তু এখনও পর্যন্ত সর্বজনস্বীকৃত কোনও সংজ্ঞা পাওয়া যায়নি। ব্রুকিংস-এর একটি রিপোর্ট বলছে, মধ্যবিত্তের সংজ্ঞা উপার্জন এবং তাঁদের ঋণযোগ্যতার সাথে সম্পর্কিত। এছাড়াও শিক্ষাগত অর্জন, যোগ্যতা এবং সংস্কৃতির মাধ্যমেও তাঁদের চিহ্নিত করা যায়। গোটা বিশ্বের মতো ভারতেও মধ্যবিত্তের সংজ্ঞা  নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে।

সরকারি প্রকল্প,Government Scheme,আবাসন প্রকল্প,Housing Schemes,মধ্যবিত্ত পরিবার,Middle Class Family,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই স্কিম কীভাবে সাহায্য করবে? 

ভারতের দ্রুত বর্ধনশীল মধ্যবিত্ত শ্রেণীকে নিয়ে ইতিমধ্যেই বিরাট কৌতূহল তৈরী হয়েছে গোটা বিশ্বের। কিন্তু প্রশ্ন হল মধ্যবিত্ত আসলে কারা? তাই এই নতুন সরকারি স্কিমের সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য সরকারের তরফ থেকে বিশেষ মানদণ্ড তৈরী করা হয়েছে। যা থেকে কিছুটা হলেও ধারণা  পাওয়া যাবে মধ্যবিত্ত কারা? বর্তমানে আয়ের স্তর, বাসস্থান এবং আবাসনের ভিত্তিতে এই প্রকল্পের জন্য সুবিধাভোগী নির্বাচন করা যেতে পারে। তবে  আগামী দিনে সরকারের তরফেই জানা হবে কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

Avatar

anita

X