Hero

anita

Hero: Hero-র প্যাশন নাকি এক্সট্রিম কোনটা কিনলে পয়সা বাঁচবে? কোনটার সুযোগ-সুবিধা বেশি?

নিউজ শর্ট ডেস্ক: হিরো (Hero) আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। যার ওপর চোখ বুজে ভরসা করেন ভারতীয়রা। বাইকপ্রেমীরাও জানেন ভারতের বাজারে হিরো প্যাশন প্লাস (Hero Passion Plus)প্যাশন প্রো (Passion Pro) এই দুটি মডেলের  জনপ্রিয়তার কথা। কিন্তু, এবার ভারতের বাজার কাঁপাছে হিরোর নতুন এক্সট্রিম ১২৫R (Xtreme 125R)। এই বাইক  লঞ্চ হওয়ার পর থেকে ধীরে ধীরে ফিকে হয়ে আসছে সমস্ত বাইকের।

   

হিরোর এই ব্র্যান্ড নিউ বাইকে যা যা সুবিধা রয়েছে তা দেখার পর রীতিমতো ঘুম উড়ে যাওয়ার জোগাড় বাইক প্রেমীদের। বলতে গেলে হিরোর এই  এক্সট্রিম ১২৫R বাইকে যা সব ফিচার্স রয়েছে তা গুনে গুনে দশ গোল দিতে পারবে টিভিএস, বাজাজ, কিংবা হন্ডার মতো বাইকগুলিকেও।

কিন্তু, প্রশ্ন হল যারা নতুন বাইক কিনতে চাইছেন তাদের কোনটা নেওয়া উচিত? এখানে বলে রাখি সমস্ত বাইকের গ্রাহকদেরই  প্রয়োজনীয়তা, বাজেট এবং পছন্দ সম্পূর্ণ নিজস্ব। তবে যে, যে বাইকই কিনুন কেন দুই বাইকের তুলনাটা আগে  দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে দাম, মাইলেজ, ইঞ্জিন স্পেকস এবং ফিচার্স-এর মতো খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে আগে জানা জরুরি।

হিরো,Hero,হিরো প্যাশন,Hero Passion,এক্সট্রিম ১২৫R,Xtreme 125R,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ইঞ্জিন স্পেকস

হিরো প্যাশন প্রো মডেলে রয়েছে ১০৯.৫সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন,যা সর্বাধিক ৯.৩ হর্সপাওয়ার এবং ১০.৫এনএম টর্ক শক্তি উৎপন্ন করতে পারে। সেইসাথে এই বাইকে রয়েছে ৪ স্পিড গিয়ার। এছাড়াও এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি ১১ লিটার।

আরও পড়ুন: বিনামূল্যে পাবেন Disney+Hotstar! Vi-র এই নতুন অফারের ধারেকাছে নেই Jio-Airtel

অন্যদিকে হিরো এক্সট্রিম ১২৫ সিসি বাইক হওয়ায় এই বাইকটি খুব সহজেই প্যাশনের থেকে বেশি শক্তি উৎপন্ন করে থাকে। এছাড়া এই বাইকে রয়েছে সর্বোচ্চ ১১.৪ হর্সপাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক। এছাড়া এই বাইকে রয়েছে ৫ স্পিড গিয়ার। হিরো এক্সট্রিমের এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি ১০ লিটার। এই বাইক প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিমি ছুটতে পারে।

হিরো মটোকর্পের দাবি, এক্সট্রিম ১২৫R বাইকের মাইলেজ ৬৬ কিমি প্রতি লিটার অন্যদিকে প্যাশন প্রোয়ের মাইলেজ ৫৮  কিমি প্রতি লিটার। তবে এখানে বলে রাখি দুটি বাইকের মধ্যে মাইলেজের  ফারাক থাকলেও সেটি কতটা পাওয়া যাবে তা বাইক চালক ও পরিস্থিতির উপর নির্ভর করছে।

হিরো,Hero,হিরো প্যাশন,Hero Passion,এক্সট্রিম ১২৫R,Xtreme 125R,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ফিচার্স ও হার্ডওয়্যার

এদিক দিয়ে অনেকটাই এগিয়ে হিরো এক্সট্রিম। কারণ অত্যাধুনিক প্রযুক্তির এই বাইকে পাওয়া যাবে ডিস্ক/ড্রাম ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অন্যদিকে হিরো প্যাশন প্রো-তে শুধু দু চাকাতে পাওয়া যাবে ড্রাম ব্রেক। এছাড়া ডিস্ক ব্রেক নেওয়ারও সুযোগ রয়েছে যদিও। তবে এক্ষেত্রে ABS মিলবে না।

অন্যদিকে হিরো প্যাশন প্রো-তে ডিজিটাল ওডোমিটার থাকলেও বাকি সব অ্যানালগ। তবে এই বাইকে কোনো মোবাইল কানেক্টিভিটি বা USB চার্জিং-এর ফেসিলিটি মিলবে না।পাশাপাশি  হিরো এক্সট্রিমে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো সুবিধা রয়েছে। সঙ্গে রয়েছে LED লাইটিং।

আরও পড়ুন: কার লোন এবং হোম লোন নেওয়ার আগে RBI-র নির্দেশিকা জানুন, নইলে পড়তে পারেন ফাসাদে!

দাম কত?

সুপার কুল হিরো এক্সট্রিম ১২৫R বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। যার মধ্যে একটি – নন ABS আর একটি ABS। এরমধ্যে নন ABS-এর এক্স শোরুম দাম ৯৫ হাজার টাকা এবং ABS বাইকটির দাম ৯৯ হাজার ৫০০ টাকা। অন্যদিকে হিরো প্যাশন প্রোয়ের এক্স-শোরুম দাম ৫৫,৫৬১ টাকা থেকে ৭৭,১৪৪ টাকা। এছাড়া হিরো প্যাশন প্লাসের এক্স-শোরুম দাম ৮২ হাজার টাকা ।