Jio

anita

Jio: নামমাত্র খরচে চলবে ৪ টি সিম কার্ড! একেবারে সস্তায় দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান আনলো Jio

 

   

নিউজ শর্ট ডেস্ক: ভারতের টেলিকম জগতে একেবারে উল্কার গতিতে উত্থান হয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থার রিলায়েন্স জিও’র (Jio)। ভারতের বাজারে জিওর পরিষেবা চালু হওয়ার পর থেকে কার্যত চেহারাটাই বদলে গিয়েছে, ভারতীয় টেলিকম জগতের। জিও আসার পর থেকে অনেক সস্তা হয়ে গিয়েছে মোবাইল রিচার্জের (Mobile Recharge) খরচ-ও।

গ্রাহকদের কথা ভেবেই প্রতিনিয়ত একের পর এক সুবিধাজনক রিচার্জ প্ল্যান নিয়ে আসছে জিও। এবার তেমনই এক ফ্যামিলি প্ল্যান (Family Plan) নিয়ে এসে সবাইকে অবাক করে দিয়েছে এই সংস্থা।  জিওর এই ফ্যামিলি প্ল্যানের মাধ্যমে খুবই সস্তায় একসঙ্গে চারটি সিম কার্ড চালানো যাবে। সম্প্রতি জিওর যে ফ্যামিলি প্লান লঞ্চ করা হয়েছে তার জন্য খরচ করতে হবে মাত্র ৩৯৯ টাকা (399 Rupees)। 

তবে এখানে বলে রাখি এই ফ্যামিলি প্ল্যানটি কিন্তু প্রিপেড গ্রাহকদের জন্য নয়, এটি মূলত একটি পোস্টপেইড প্ল্যান। তাই যদি প্রিপেইড গ্রাহকরা এই প্লানের সুবিধা নিতে চান তাহলে অবিলম্বে খরচ বাঁচানোর জন্য তাদের প্রিপেইড কানেকশন থেকে পোস্ট পেড কানেকশনে আপডেট করতে হবে।

Jio

প্রসঙ্গত ৩৯৯ টাকার এই প্ল্যান ছাড়াও জিওর আরও একাধিক ফ্যামিলি প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকরা নিজেদের চাহিদা মত প্ল্যান বেছে নিতে পারেন। তবে যদি কোন পোস্ট পেড গ্রাহক জিওর এই ৩৯৯ টাকার প্ল্যানের সুবিধা নিয়ে  থাকেন, আর তিনি যদি কোন ৫ জি এরিয়ার মধ্যে থেকে ৫ জি হ্যান্ডসেট ব্যবহার করেন তাহলে তিনি আনলিমিটেড ডেটা পাবেন।

আরও পড়ুন: জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট কি? এই অ্যাকাউন্টের ফায়দা জানলে খুলবেন আপনিও

এছাড়াও রয়েছে আনলিমিটেড কলের পরিষেবা। তবে যারা ৪জি গ্রাহক তারা এক্ষেত্রে প্রতিমাসে ৭৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে যদি আরও  তিনটি সিম কার্ড অ্যাড করা হয় তাহলে মোট চারটি সিম কার্ডের জন্য ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। এক্ষেত্রে যেটি প্রধান সিমকার্ড তার জন্য ৭৫ জিবি আর বাকি তিনটি সিম কার্ডের জন্য পাঁচ জিবি করে মোট ১৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে।

Jio

তবে গ্রাহকরা চাইলে কম সিম কার্ড ব্যবহার করেই এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারেন। আর কেউ যদি কোন সিম কার্ড অ্যাড না করেন তাহলে ৩৯৯ টাকাতেই সারা মাস এই প্ল্যান চালাতে পারবেন একজন ব্যবহারকারী।