নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে চাকরির বাজার খুব খারাপ। তাই বছরের পর বছর ধরে চাকরির পরীক্ষা দিয়েও ভাগ্যে শিকে ছিঁড়ছে না অনেকেরই। এই পরিস্থিতিতে চাকরির আশা ছেড়ে অনেকেই এখন নিজের ছোট ব্যবসা শুরু করার কথা ভাবছেন।
আজকের দিনে চাকরি করে অধিকাংশ মানুষ মাত্র ১৫-২০ হাজার টাকা উপার্জন করেন। কিন্তু পরিবর্তে কেউ যদি নিজের ব্যবসা শুরু করতে পারেন তাহলে তিনি তার চেয়ে অনেক গুণ বেশি টাকা আয় করতে পারবেন। তাই আজ নতুন ব্যাবসায়ীদের জন্য থাকছে একটি দুর্দান্ত বিজনেস আইডিয়া।
প্রসঙ্গত সামনেই আসছে গরম কাল। তাই আসন্ন মরসুমের কথা মাথায় রেখেই আগামী দিনে মোটা টাকা উপার্জনের লেবু জলের ব্যবসাও করা যেতে পারে। এমন অনেকেই আছেন যারা বিভিন্ন সিজন অনুযায়ী ব্যবসা পরিবর্তন করতে থাকেন। আর এইভাবে কিন্তু তাঁরা বেশ ভালো টাকা আয় করতে পারেন।
এই লেবু জলের ব্যবসা গরম কালেই শুরু করা যায়। যা থেকে আয়ও হবে মোটা টাকা। সব মিলিয়ে আসন্ন গ্রীষ্ম কালের জন্য এই ব্যবসা কিন্তু দারুন লাভজনক একটি ব্যবসা হতে চলেছে। আসুন এই ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
ভারতে ব্যবসার সুযোগ
লেবুর জলের ব্যবসা শুরু করার জন্য সবার প্রথমে খুব ভালো একটা জায়গা বেছে নিতে হবে। এমন জায়গা বাছতে হবে যেখানে গেলে গ্রাহক পাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না। সবচেয়ে ভালো হয় যদি কোনও চৌমাথার কাছে কিংবা কোনো চলন্ত রাস্তায় এই ব্যবসা শুরু করা যায়। এমন জায়গায় প্রচুর লোক যাওয়া-আসা করেন। তাই এক্ষেত্রে এমনিই ভালো বিক্রি হবে।
আরও পড়ুন: লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? দিন-তারিখ ঘোষণা করল রাজ্য সরকার
ব্যবসার খরচ
প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি ঠেলা গাড়ি খুব সহজেই এখন বাজারে কিনতে পাওয়া যায়। কেউ চাইলে এই ঠেলা গাড়ি নিজেওম তৈরি করতে পারেন! এ ছাড়া এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় পণ্যের দাম পড়বে প্রায় ৫০০০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে মোট ১৫ হাজার টাকার বাজেটেই এই ব্যবসা শুরু করা যেতে পারে।
কম পুঁজিতে বেশি লাভ
সামনেই গরমকাল।এই সময়ে লেবু জলের ব্যবসার ব্যাপক চাহিদা রয়েছে! সবচেয়ে ভালো বিষয় হল এই ব্যবসায় বেশি খরচের প্রয়োজন নেই। খুব কম টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা থেকে ভালো টাকা আয় করা যায়। হিসাব অনুযায়ী এই ব্যবসা থেকে হেসে খেলে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করা যাবে।