নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ LIC হল ভারতের সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। ভারত সরকার-এর অধীনস্থ এই বীমা সংস্থার অধীনে আমাদের দেশের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যই রয়েছে বিভিন্ন পলিসি।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের দেশের অধিকাংশ মহিলারাই এই সমস্ত বীমা পলিসি কেনা থেকে তুলনামূলকভাবে বেশ অনেকটাই পিছিয়ে। তাই এবার মূলত মহিলাদের কথা মাথায় রেখেই এলআইসির তরফে একটি বিশেষ বীমা পলিসি চালু করা হয়েছে।
মহিলাদের জন্য চালু হওয়া এই বিশেষ পলিসির নাম হল ‘এলআইসি আধার শিলা যোজনা’ (LIC Aadharshila Scheme)। যে সমস্ত মহিলাদের বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে তাঁরাই এই বিশেষ পলিসির সুবিধা পাবেন। এখানে বলে রাখি LIC-র এই পলিসিতে মেয়েদের জন্য একাধিক সুযোগ সুবিধা রয়েছে। এই পলিসির অধীনে মহিলারা নূন্যতম ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত বিমা কিনতে পারে।
কি এই স্কিম?
এলআইসি এই স্কিমের অধীনে ৬ মাস কিংবা ১ বছরের ভিত্তিতে বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের অধীনে নূন্যতম ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছর বিনিয়োগ করে যেতে পারেন।
আরও পড়ুন: মাত্র ২ বছরেই হাতে আসবে কড়কড়ে ২ লক্ষ টাকা, জানেন কিভাবে মিলবে এই সুযোগ?
কি সুবিধা পাওয়া যাবে?
কেউ যদি ৩০ বছর বয়স থেকে এই পলিসি শুরু করেন এবং তিনি যদি প্রতিদিন ৫৮ টাকা করে জমাতে পারেন, তাহলে তিনি এক বছরে এলআইসি আধার শিলা যোজনায় ২১,৯১৮ টাকা জমা দেবেন। আর ২০ বছরে বিনিয়োগের মোট পরিমাণ হবে ৪,২৯,৩৯২ টাকা। এই পলিসি ম্যাচিউরিটির পর রিটার্ন হিসাবে মোট ৭ লক্ষ ৯৪ হাজার টাকা পাওয়া যাবে।
করা এই পলিসির সুবিধা পাবেন?
এলআইসি-র এই আধারশিলা যোজনা সুরক্ষা এবং সঞ্চয় উভয়ই দিয়ে থাকে। তবে এই পলিসির সুবিধা কেবলমাত্র তাঁরাই পাবেন যাঁদের বৈধ আধার কার্ড আছে। এলআইসির এই স্কিম পলিসিধারক এবং তার পরিবারকে তার মৃত্যুর পরে আর্থিক সাহায্য প্রদান করে থাকে।