LIC

anita

LIC: রোজ ২০০ টাকা জমিয়ে পান ২৮ লক্ষ টাকা! LIC-র এই বিশেষ স্কিমে প্রতি ৫ বছরে মিলবে এই বিশেষ সুবিধা

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের সবথেকে বড় ইন্সুরেন্স কোম্পানি হলে ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি (LIC)। ছোট থেকে বড় সব বয়সী মানুষদের জন্যই LIC-র বিভিন্ন ধরনের পলিসি (Policy) রয়েছে, যাতে খুবই কম বাজেটেই মোটা টাকা লাভ করা যেতে পারে। এলআইসি এমনই একটি দুর্দান্ত পলিসি হল ‘এলআইসি জীবন প্রগতি’ (LIC Jivan Pragati)। 

   

এই পলিসিতে প্রত্যেকদিন ২০০ টাকা করে জমিয়ে ২৮ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তাই কেউ যদি ভবিষ্যতে কোন এলআইসির প্ল্যান কেনার কথা ভেবে থাকেন তাহলে তার জন্য অত্যন্ত উপকারী একটি প্ল্যান হতে পারে এলআইসির এই পলিসিটি। আসুন এলআইসি-র এই পলিসি সম্পর্কে বিস্তারিত জানা যাক।

এই পলিসির বয়সসীমা কত?

এলআইসি জীবন প্রগতি প্ল্যানে, প্রতিদিন ২০০ টাকা জমা করে ২৮ লক্ষ টাকার পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। এছাড়া এই প্ল্যানে বিনিয়োগকারীরা রিস্ক কভার পেয়ে থাকেন। LIC-এর এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন বয়সসীমা হল ১২ বছর। তবে সর্বোচ্চ ৪৫বছর বয়সীরাও  এই স্কীমে বিনিয়োগ করতে পারেন।

LIC

LIC-র এই পলিসিতে বিনিয়োগের উপর যে কেউ চমৎকার রিটার্ন সহ আজীবন সুরক্ষা পান। হিসাব অনুযায়ী যদি কোনো পলিসি হোল্ডার এই স্কিমে প্রতিদিন ২০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে প্রতি  মাসে তাকে ৬০০০  টাকা করে বিনিয়োগ করতে হবে। সেই হিসাব অনুযায়ী প্রতি বছর ৭২,০০০ টাকা করে জমা হবে। এইভাবে ২০ বছরের জন্য টাকা জমালে  মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৪,৪০,০০০ টাকা। এই ভাবেই টাকা জমিয়ে মেয়াদ শেষে মোট ২৮ লক্ষ টাকা পাওয়া যাবে

আরও পড়ুন: মাসে ৩০০ টাকা জমিয়েও মিলবে মোটা রিটার্ন! এই স্কিমে অল্প পয়সাতেও হবে বেশি সঞ্চয়

প্রতি পাঁচ বছরে ঝুঁকি কভার বাড়বে

এলআইসি জীবন প্রগতি প্ল্যানের বিশেষত্ব হল প্রতি পাঁচ বছরে বিনিয়োগকারীদের রিস্ক কভার বাড়তে থাকে। অর্থাৎ বিনিয়োগকারীরা যে পরিমাণ টাকা পান  তা প্রতি ৫ বছরে বাড়তে থাকে। ডেথ বেনিফিটের ক্ষেত্রে পলিসিধারীর মৃত্যুর পর বীমার পরিমাণ, সাধারণ প্রত্যাবর্তনমূলক বোনাস এবং চূড়ান্ত বোনাস সবটা একত্রিত করে একসাথে দেওয়া হয়

এলআইসি,LIC,পলিসি,Policy,এলআইসি জীবন প্রগতি,LIC Jivan Pragati,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

কভারেজ কিভাবে বৃদ্ধি পায়?

LIC-র এই জীবন প্রগতি নীতির সর্বনিম্ন মেয়াদ ১২ বছর এবং সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। ১২ থেকে ৪৫ বছর বয়সী যে কোনো ব্যক্তি  এই পলিসি কিনতে পারবেন। ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে এই পলিসির  প্রিমিয়াম দেওয়া যেতে পারে। এই পলিসির ন্যূনতম নিশ্চিত পরিমাণ হল ১,৫ লক্ষ টাকা। তবে  এর কোনও সর্বোচ্চ সীমা নেই৷ কেউ যদি ২ লাখ টাকার পলিসি কেনেন  তাহলে প্রথম পাঁচ বছর তার ডেথ বেনিফিট স্বাভাবিক থাকবে। পরবর্তীতে ৬ থেকে ১০ বছরের জন্য কভারেজ হবে ২.৫ লক্ষ টাকা। একইভাবে ১০-১৫ বছরের কভারেজ বেড়ে হবে ৩ লক্ষ টাকা।