LIC

anita

LIC: LIC-এর সুপারহিট স্কিম, এখানে ১৫১ টাকা করে বিনিয়োগে মিলবে ৩১ লক্ষ টাকার সুবিধা!

নিউজ শর্ট ডেস্ক: বাড়িতে মেয়ে সন্তান থাকলেই তাঁর ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে বিয়ের খরচ নিয়ে চিন্তা হয় কমবেশি সব বাবা-মায়েদেরই। কিন্তু এবার সেই চিন্তা দুর করতেই LIC নিয়ে এসেছে একটি দারুন পলিসি। যা LIC কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy) নামেও পরিচিত।

   

এই পলিসির মাধ্যমে প্রতিদিন শুধুমাত্র ১৫১ টাকা করে জমলেই একবারে মেয়াদ শেষে হাতে আসবে মোট ৩১ লক্ষ টাকা। হ্যাঁ , ঠিকই শুনছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসুন এই পলিসি সম্পর্কে বিস্তারিত জানা যাক।

তাই এবার থেকে মেয়ের বিয়ে নিয়ে নো টেনশন! কারণ এবার থেকে LIC -র এই দুর্দান্ত স্কিমে প্রতিদিন ১৫১ টাকা করে জমা করতে পারলেই LIC দেবে লক্ষ লক্ষ টাকা। যদি কেউ নিজের বোন বা মেয়ের জন্য LIC-র কন্যাদান পলিসিতে টাকা বিনিয়োগ করেন তবে সেক্ষেত্রে মেয়ে বা বোনের বয়স ১৩ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।তবে কে কত বছরের জন্য প্রিমিয়াম ভরতে পারবেন তা আগে থেকেই নির্ধারণ করতে হবে।

এলআইসি,LIC,এলআইসি কন্যাদান পলিসি,LIC Kanyadan Policy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

১৫১ টাকা জমিয়ে ৩১ লাখ টাকা পাবেন কিভাবে?

LIC কন্যাদান পলিসিতে নিতে চাইলে কমপক্ষে ৩০ বছর বয়স হতে হবে। আর সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে। এলআইসির এই কন্যাদান পলিসি ২৫ বছরের জন্য। এই পলিসিতে প্রিমিয়াম হিসাবে মাত্র ২২ টাকা দিতে হবে এবং বাকি ৩ বছরের জন্য আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না।

আরও পড়ুন: আর মাত্র কয়েকমাস! এবার ভারতের আকাশেও উড়বে প্রথম ফ্লাইং ট্যাক্সি, জানেন ভাড়া কত?

তবে এলআইসির এই পলিসির  সময়সীমা কন্যার বয়স অনুসারে হ্রাস করা যেতে পারে। কেউ যদি ভবিষ্যতে ১৮ বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবেন তাহলে এলআইসির কন্যাদান পলিসির নিয়ম অনুযায়ী মেয়েটির ন্যূনতম বয়স ১৮ বছর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই পলিসি ১৭ বছরের জন্য নেওয়া যেতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র

কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট, বাবা মায়ের আধার কার্ড,প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট সাইজ ছবি।

এলআইসি,LIC,এলআইসি কন্যাদান পলিসি,LIC Kanyadan Policy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৩১ লক্ষ টাকা কিভাবে পাবেন? 

এলআইসির এই কন্যাদান পলিসিতে, প্রতিদিন ১৫১ টাকা জমালে প্রতি মাসে ৪৫৩০ টাকা বিনিয়োগ করা  হবে। কারও বেতন ১৫ হাজার হলেও মেয়ের নামে কন্যাদান পলিসি কিনতে পারবেন। ২২ বছরের জন্য প্রিমিয়ামও দিতে হতে পারে। পরে ২৫ বছর পূর্ণ হলে, ৩১ লক্ষ টাকা দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

এলআইসির এই পলিসি কিনতে চাইলে নিকটস্থ এলআইসি অফিসে যেতে হবে এবং সেখানকার উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও নিজের এলাকার এলআইসি এজেন্টের সাথেও যোগাযোগ করতে হবে।