Papiya Paul

Vande Bharat Express: নতুন বন্দে ভারত এক্সপ্রেস আসছে বাংলায়! কোন রুটে কবে থেকে চলবে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেল(Indian Railways) সম্পর্কে যাত্রীদের মধ্যে সবসময় একটা আলাদা উত্তেজনা কাজ করে। আর যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলও নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছে। কখনও উন্নতমানের ট্রেন পরিষেবা, কখনো আবার উন্নত মানের স্টেশন পরিষেবা। সমস্ত কিছুই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়। তেমনি একটি গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা হল বন্ধে ভারত এক্সপ্রেস।

   

এই ট্রেন ইতিমধ্যেই দেশবাসীর মন জয় করে নিয়েছে। আর এবার চলতি বছরের ১২ ই মার্চ বাংলাতে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেসের(Vande Bharat) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি এবং পাটনা রুটের যাত্রীদের জন্য এই বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

বাংলাতে এই নতুন ট্রেন চালু করার পাশাপাশি একই দিনে সারাদেশে ৭৬৪ টি জায়গায় বিভিন্ন পরিকাঠামগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৮৫ হাজার কোটি টাকারও বেশি ৬০০০ টি প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এমনকি সারা দেশের বিভিন্ন রেলস্টেশনে ১০ হাজার টি স্ক্রিনের মাধ্যমে এই মেগা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন: Indian Railways: ভুলে যান ট্রেনের খাবার, এবার ট্রেনে বসেই অর্ডার করুন Swiggyতে, মিলবে বিরিয়ানি থেকে চিকেন!

এই অনুষ্ঠানে ১৫৮৪ টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল করা হবে। এর জন্য ১৪ টি ক্যাটাগরির মোট প্রায় ৬ লাখ কারিগরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২৩-২৪ বর্ষে এখনও পর্যন্ত ১৪৭৬ এমটি লোডিং করেছে। যা আগের অর্থবর্ষে ছিল ১৪০৫ এমটি। শুধু তাই নয়, এর সাথেই কম দামে ওষুধ সরবরাহের জন্য ৫০টি ন্যায্য মূল্যের ঔষধের দোকানের উদ্বোধন করা হবে। এছাড়াও রেল কোচ রেস্তোরাঁর জন্যও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Vande Bharat

এগুলি ছাড়াও প্রধানমন্ত্রী উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের ৭৭ টি আউটলেট অসমে, পশ্চিমবঙ্গে ৪০ টি, বিহারে ৯ টি, ত্রিপুরায় ৫ টি এবং অরুণাচল প্রদেশে ২ টি আউটলেট উদ্বোধন করবেন।  উত্তর পূর্ব সীমান্ত রেল অধীনে অসমে ৯ টি, পশ্চিমবঙ্গে ৩ টি এবং বিহারে ১টি পণ্য শেডের দোকান-সহ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানানো হয়েছে।