নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। এই অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোড়া’ (Mithijhora) ধারাবাহিকে। এই সিরিয়ালে তিনি প্রধান নায়িকা রাইয়ের (Rai) ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা। এই সিরিয়ালের আগে ‘খেলনা বাড়ি’র মিতুলের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা করেছিলেন তিনি।
যদিও অভিনয় জীবনের শুরুতেই খুবই ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন আরাত্রিকা। এপ্রসঙ্গে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে আরত্রিকা বলেছেন ‘আমার প্রথম কাজ রানি রাসমণি। তবে সেখানে আমার কোনও সংলাপ ছিল না। তিনদিন খালি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকেছি। অডিশন দিয়েই সেই কাজ পেয়েছিলাম। এরপর অগ্নিশিখার জন্য অডিশন দিই লকডাউনের সময়। তারপর সিলেক্ট হয়ে যাই।’
তবে আজ যে সাফল্য আরাত্রিকা পেয়েছেন তা কিন্তু একদিনে আসেনি। এপ্রসঙ্গে অভিনেত্রী এদিন জানিয়েছেন, ‘ছোট থেকেই আমি অনেক অডিশন দিয়েছি। বহু ভুলভাল জায়গাতেও অডিশন দিয়েছি। আসলে আমি ছোট থেকেই চেয়েছি অভিনয় করতে। আমার দাদু থিয়েটার করতেন। তাঁর নাটকের দল ছিল। বাবা জেঠু সেখানেই যুক্ত ছিলেন। ওখান থেকেই শুরু আর কি। নাচ, নাটক ছোট থেকেই করছি। তারপর বাকিটা মায়ের চেষ্টায় হয়।’
আসলে আরাত্রিকার মা সেসময় নিজে গিয়ে সব জায়গায় তাঁর মেয়ের ছবি দিয়ে আসতেন, আর অডিশনের জায়গা খুঁজে বের করতেন। তবে অডিশন দিয়েও কিন্তু সবসময় সফল হননি আরাত্রিকা।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিতে বেনো জল ঢুকে গিয়েছে’! নাম না করেই অনামিকাকে আক্রমণ করেছিলেন শুভেন্দু
পুরনো সেই প্রত্যাখানের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে এদিন অভিনেত্রী জানিয়েছেন, ‘অনেক জায়গায় অডিশন দিয়েও বাদ পড়েছি। কেউ বলেছেন তাঁদের স্বাস্থ্যবান অভিনেত্রী চাই। কেউ বলেছেন আমায় নাকি বাচ্চা বাচ্চা দেখতে। কেউ কেউ তো অডিশন নেওয়ার আগেই বাদ দিয়েছেন।’ প্রসঙ্গত আরত্রিকা বর্তমানে যোগমায়া দেবী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর পড়াশোনার বিষয় হল সাইকোলজি।