Alor Kole

Papiya Paul

Alor Kole: নায়ক নয়, প্রযোজক হিসেবে কেমন প্রসেনজিৎ? মুখ খুললেন ‘আলোর কোলে’র কৌশিক-স্বীকৃতি

নিউজশর্ট ডেস্কঃ কিছু মাস আগেই শুরু হয়েছে জি বাংলার(Zee Bangla) নতুন ধারাবাহিক ‘আলোর কোলে।'(Alor Kole) মেয়ে এবং তার মৃত মা আলোর এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে শুরু হয়েছে ধারাবাহিক। এক কথায় বলতে গেলে একটু ভৌতিক ফিলিং চলে আসে এই ধারাবাহিকের গল্পে। তবে ধারাবাহিকের গল্প যা হোক না কেন এখন টিআরপি বাংলা সিরিয়ালগুলোর ক্ষেত্রে শেষ কথা। যদিও এই সিরিয়াল এখনো টিআরপি(TRP) তালিকায় ভালো রেজাল্ট করতে পারেনি। তবুও এই সিরিয়ালের আলাদা জনপ্রিয়তা রয়েছে দর্শক মহলে।

   

প্রসেনজিৎ চ্যাটার্জির ‘এনআইডিয়াস ক্রিয়েশন’ প্রযোজিত করছে এই ধারাবাহিক। বহুদিন পর আবার টেলিভিশনের প্রোডাকশনের কাজে এসেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এই প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘একটা সময় ‘এনআইডিয়াস ক্রিয়েশন’ থেকে আমরা অনেক টেলিভিশন প্রোডাকশন করেছি। অবশ‌্যই উল্লেখযোগ‌্য ‘গানের ওপারে’। তাছাড়া ‘অদ্বিতীয়া’-র খুব নাম হয়েছিল। ‘গানের ওপারে’-র কথা বেশি বলব, কারণ ঋতুর (ঋতুপর্ণ ঘোষ) ক্রিয়েশন ছিল। প্রচুর নতুন মুখ এসেছিল, যারা পরবর্তীকালে সুন্দর কাজ করেছে। এবারে অনেকদিন পরে করছি।’

আর এবার আলোর কোলে প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, ‘’Zee বাংলা’-য় ‘আলোর কোলে’ নিয়ে এলাম আমরা। এটাও খুব ইমোশনাল গল্প। তবে হ্যাঁ, ব‌্যবসা হিসাবে টেলিভিশনের আলাদা টার্গেট, আলাদা দর্শক। ফ‌্যামিলি অডিয়েন্সের কথা ভেবেই করা। মায়ের আবেগ ধরে করা। এই সিরিয়ালের বাচ্চাটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকে ওকে নিয়ে লেখালিখি দেখছি। বাচ্চার চরিত্র ভালো লাগলে দর্শকের অন‌্যরকম গ্রহণযোগ‌্যতা তৈরি হয়।’

Alor Kole

আরও পড়ুন: Target Rating Point: রুবেলের সঙ্গে জবরদস্ত লড়াই শ্বেতার, প্রেম ভুলে TRP নিয়ে ব্যস্ত তারকা জুটি!

মেয়েবেলার পর নতুন ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার। এই নতুন ধারাবাহিকে একজন মৃত মায়ের চরিত্রে অভিনয় করে তার কেমন লাগছে এই প্রসঙ্গে স্বীকৃতি বলেন, ‘আপাতত সকলের থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। এটা একেবারেই অন্য রকমের গল্প। এমন একটা চরিত্র খুব চ্যালেঞ্জিং। থেকেও না থাকা আবার না থেকেও থাকা। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়।’

Alor Kole

আবার এই সিরিয়ালে আলোর স্বামীর চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়। কৌশিকের সঙ্গে প্রথমবার কাজ করে কেমন  অভিজ্ঞতা স্বীকৃতির? এই প্রসঙ্গে নায়িকা বলেছেন যে কৌশিকদা অনেকটা সিনিয়র ও অভিজ্ঞতা বেশি। কৌশিক দা একসঙ্গে অভিনয়ের দৃশ্যগুলোতে তাকে অনেক ক্ষেত্রে সাহায্য করেছেন। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় প্রথমবার কাজ করছেন স্বীকৃতি। এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, এই প্রোডাকশনে সবাই সবার কথা ভাবে। কেউ কারো সঙ্গে অধস্তনের মত ব্যবহার করে না। প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেও যথেষ্ট ইনভল্ভ। এই বিষয়টি আমার খুব ভালো লাগে।

আরও পড়ুন: Star Jalsha: স্টার জলসার নতুন সিরিয়ালে আসছেন নতুন সুন্দরী নায়িকা! থাকছে ফাটাফাটি কাস্টিং

আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে অভিনেতা কৌশিক রায় বলেছেন, ‘এটা একেবারে অন্যরকমের গল্প। চরিত্রটাও একেবারে অন্য ধাঁচের। এখানে ঋষিতা খুবই মিষ্টি ও স্মার্ট বাচ্চা। আর ওকে বড় হিসেবে কিছুটা গাইড করারও চেষ্টা করি। তবে অভিনয় নিয়ে নয় বরং জীবন নিয়ে।’ আর স্বীকৃতির সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, তাদের একসঙ্গে দৃশ্য খুবই কম কিন্তু তবুও দর্শকেরা বলছেন তাদের পর্দায় একসঙ্গে দেখতে খুবই ভালো লাগছে। আর প্রসেনজিত চট্টোপাধ্যায় প্রযোজনায় কাজের প্রসঙ্গে খুব আপ্লুত হয়েছেন কৌশিক রায়। তিনি বলেছেন যে এত বড় মাপের মানুষ হয়ে ও বুম্বাদা তাদের সব সময় খেয়াল রাখেন। সব বিষয়ে খুব ট্রান্সপারেন্সি রাখেন। এই ধারাবাহিকটি যাতে বেশি করে মানুষের কাছে পৌঁছায় মানুষের পছন্দ হয় সেই বিষয়টিও দেখার দায়িত্ব তাদের।