নিউজশর্ট ডেস্ক: সস্তায় এবং দ্রুততার সঙ্গে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য ভারতীয় রেলের(Indian Railways) উপর সাধারণ মানুষের নির্ভরতা সব সময় বেশি থাকে। আর তাই ভারতীয় রেলে ভিড় অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় অনেক বেশি। ট্রেনে যাতায়াতের সময় ভিড় নিয়ে সমস্যায় পড়েন বহু মানুষই।
বিশেষ করে সাধারণ কম্পার্টমেন্টে অতিরিক্ত মানুষের ভিড় থাকে। আর উৎসব এবং ছুটির মরশুমে এই ভিড় আরো বহুগুণ বেড়ে যায়। কিন্তু আপনি যদি সময় মত সিট রিজার্ভেশন করে থাকেন তাহলে অবশ্য অনেক সুবিধা হয়।
কিন্তু ধরুন আপনি সময়মতো সিট রিজার্ভেশন করেছেন কিন্তু সেই সিটে বসার জায়গা পাননি। তাহলে কি রকম লাগবে? সম্প্রতি এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছেন এক যুবতী। অযোধ্যা থেকে বেনারসে যাওয়ার সময় গত রবিবার ওই অবিবাহিত যুবতীর সঙ্গে এমনটাই ঘটেছে। যদিও ভারতীয় রেল মেয়েটিকে সম্পূর্ণভাবে সাহায্য করে এবং মাত্র কুড়ি মিনিটের মধ্যেই তার সমস্যা মিটে যায়।
I contacted railmadad(139) and RPF went there and gave her the seat,within 20 minutes.
Now she is with me,safely!!
Thanks #IndianRailways #railmadad@RailMinIndia https://t.co/wKkJ45bRzG— Potato!🚩 (@Avoid_potato) February 18, 2024
আজকের প্রতিবেদনে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে @avoid_potato নামের একজন ব্যবহারকারী বলেছেন যে তার ছোট বোন প্রথমবারের মতো ট্রেনে একা ভ্রমণ করেছে। গত ১৮ ই ফেব্রুয়ারি তার বোন অযোধ্যা থেকে বেনারসের দিকে যাত্রা করেছিলেন। সিট রিজার্বেশন-এর পর যখন তিনি স্টেশনে পৌঁছান। তখন ওই ট্রেনটি প্রায় তিন ঘন্টা লেট ছিল। এরপরে যখন ওই মেয়েটি নিজের সিটে বসার জন্য পৌঁছেছিল।
তখন তার সিট খালি ছিল না। একজন ব্যক্তি তার পুরো পরিবার নিয়ে আগে থেকেই তার সিট দখল করে বসেছিলেন। এরপর মেয়েটি তার দিক থেকে উঠতে বললে তার সঙ্গে চিৎকার শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যে রেলের কর্মীদের তৎপরতায় মেয়েটি জায়গা পেয়ে যায়। ভারতীয় রেলের এই সাহায্যের জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন। তবে এরকম আসন দখলের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সবসময় রেলের সাহায্য পাওয়া যায় না। কিন্তু তবুও রেলের হেল্পলাইন নম্বরে সাহায্য চাইলে অনেক সময় সাহায্য পাওয়া যায়।