Indian Railways

anita

Indian Railways: এবার আরও সহজ হাওড়া, শিয়ালদা থেকে পুরী-দার্জিলিং! রেলের ঘোষণায় খুশি যাত্রীরা

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের প্রতিটি প্রান্তে শিরা ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল নেটওয়ার্ক(Indian Rail Network)। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই ট্রেনে চেপেই দূর দূরান্তে সফর করে থাকেন। তাই নিত্যযাত্রী হোক কিংবা ভ্রমণ পিপাসু পর্যটক অথবা কোন জরুরী পরিস্থিতিতে দূর দুরান্তে সফর করার জন্য কম বেশি সকলেই চোখ বন্ধ করে ভরসা করেন ভারতীয় রেলের উপর।

   

তাই এমনি এমনিই ভারতীয়রা রেলকে আমাদের দেশের লাইফ লাইন বলা হয় না। কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ভারতীয় রেল এখন যাত্রীদের সুবিধার্থে নিয়ে এসেছে একের পর এক নতুন পরিষেবা। তাই বিগত কয়েক বছরের আমূল পরিবর্তন এসেছে ভারতীয় রেল পরিষেবায়। তাই যাত্রীদের সফর আরো বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তুলতেই সদা সচেষ্টা থাকে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

অনেক সময় জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক রুটে  বিশেষ ট্রেন (Special Train) চালায় রেল। বিশেষ করে যে রুট গুলিতে ট্রেনের চাহিদার বেশি থাকে সেই রুটে যাত্রীদের ভিড় সামলাতে বেশি করে ট্রেন চালানো হয়ে থাকে। সম্প্রতি এমনই এক পদক্ষেপ নিল ভারতীয় রেল।

ভারতীয় রেল,Indian Railways,দূরপাল্লার ট্রেন,Express Train,বিশেষ ট্রেন,Special Train,গুরুত্বপূর্ণ নিয়ম,Important Rules,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিশেষ করে এবার বাংলার ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য এল এক দারুন সুখবর। তাই যদি সামনেই করও এনজেপি, দার্জিলিং, সিকিম, কিংবা পুরী যাওয়ার পরিকল্পনা করে থাকে, তাহলে আজকের এই প্রতিবেদনেই তিনি পেতে চলেছেন মন ভালো করার মতো এক দারুন খবর। প্রায় সারাবছরই উত্তরবঙ্গ থেকে শুরু করে ওড়িশার (Odisha) দিকে ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে। তাই ট্রেনের সিট বুকিং ফুল হয়ে যাওয়ায় টিকিট  না পেয়ে হতাশ হয়ে যান অনেকেই।

আরও পড়ুন: আর হবে না যাত্রী দুর্ভোগ! দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রেলের

তাই এবার যাত্রীদের সেই সমস্যার সমাধান করে দিল পূর্ব রেল (Eastern Railways)। যাত্রীদের ঘুরতে যাওয়ার চাহিদার কথা মাথায় রেখেই এবার আগামী কয়েকদিনের জন্য বেশ কিছু রুটে বিশেষ কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে ভারতীয় রেল।

ভারতীয় রেল,Indian Railways,দূরপাল্লার ট্রেন,Express Train,বিশেষ ট্রেন,Special Train,গুরুত্বপূর্ণ নিয়ম,Important Rules,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সম্প্রতি পূর্ব রেলের তরফে যে যে বিশেষ ট্রেন চালানোর কথা বলা হয়েছে সেগুলি হল ট্রেন নং ০৩১০১শিয়ালদহ – পুরী স্পেশাল, ০২৫১৭ কলকাতা – গুয়াহাটি স্পেশাল,০২৫০১ কলকাতা – আগরতলা স্পেশাল, ০২০২৩ হাওড়া – পাটনা স্পেশাল, ০৯৪৫২ ভাগলপুর – গান্ধীধাম স্পেশাল এবং ০৩৪০৩ গোড্ডা – গোমতি নগর স্পেশাল।