ভারত,উত্তরপ্রদেশ,আনন্দ মাহিন্দ্রা,নূর জাহান,পেইন্টিং,India,Uttarpradesh,Anand Mahindra,Nur Jahan,Painting,Twitter,টুইটার

Moumita

একহাতে, একসাথে ১৫ জন মনীষীর ছবি এঁকে ওয়ার্ল্ড রেকর্ড এই তরুণীর, ভিডিও দেখে তাজ্জব খোদ আনন্দ মাহিন্দ্রাও

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এক অদ্ভুত গল্প নিয়ে হাজির হয়েছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। আসলে টুইটারে বেশ ভালোই সক্রিয় থাকেন তিনি। প্রায়শই মজার মজার সব তথ্য নিয়ে হাজির হন টুইটারে। সম্প্রতি এরকমই এক ইন্সপায়ারিং গল্প ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ভিডিওটি একটি মেয়ের এবং এটি দেখলে আপনিও ইন্সপায়ার্ড হবেন তা বলাই বাহুল্য।

   

সূত্রের খবর মেয়েটির নাম নূর জাহান। সে উত্তর প্রদেশের বাদাউন জেলার নাগলা গ্রামের বাসিন্দা। তবে সে কোনো সাধারণ মেয়ে মোটেও নয়। এক বিরল প্রতিভার অধিকারিনী হলেন নূর জাহান। সম্প্রতি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও উঠে গেছে তার নাম। আর নূর জাহানের এই দক্ষতা দেখেই মুগ্ধ হয়েছেন খোদ আনন্দ মাহিন্দ্রাও।

শুধু মুগ্ধই হয়েছেন তাই নয়, পাশাপাশি নূর জাহানকে যথাসম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, নূর জাহান দারুন সব পেইন্টিং করে। আর সম্প্রতি একসাথে, এক হাতে ১৫ জনের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকার। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি যে, তিনি একসাথে ১৫ জনের ছবি আঁকতে পারেন।

ভারত,উত্তরপ্রদেশ,আনন্দ মাহিন্দ্রা,নূর জাহান,পেইন্টিং,India,Uttarpradesh,Anand Mahindra,Nur Jahan,Painting,Twitter,টুইটার

আনন্দ মাহিন্দ্রার পোস্ট করা এই ভিডিওটিতে একবার নজর দিলে আপনিও অবাক হবেন তা বলাই বাহুল্য। একইরকম ভাবে অবাক হয়েছেন আনন্দ মাহিন্দ্রাও। ভিডিওটি শেয়ার করে শিল্পপতি জিজ্ঞেস করেছেন যে, এটা কিভাবে সম্ভব? বস্তুত এরকম ছবি যে আঁকতে পারে সে যে খুবই প্রতিভাবান সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে আর্থিকভাবে সাহায্য করারও প্রতিশ্রুতি দেন তিনি।

নূর জাহানের এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও অবধি প্রায় ১১.৮ হাজার বার রিটুইট হয়েছে আনন্দ মাহিন্দ্রার এই পোস্ট। কমেন্ট সেকশন ভরে উঠেছে প্রশংসাবার্তায়। প্রত্যেকেই নূর জাহানের এই বিরল প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ। সেখানে সবাই মোটামুটি একমত যে, ভারতে প্রতিভার অন্তনেই।