Papiya Paul

১৮ বছর পর ‘রোডিজ’ ছাড়লেন রণবিজয় সিং, সঞ্চালনার দায়িত্বে এই জনপ্রিয় অভিনেতা

হিন্দি টেলিভিশনের(Hindi Television) জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিজ’(Roadies) থেকে সরে গেলেন রণবিজয় সিং(Ranvijay Singh)। হ্যাঁ ঠিকই শুনেছেন, দীর্ঘ ১৮ বছর ধরে এই শো-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই রণবিজয়ের হাত ধরেই শুরু হয়েছিল রোডিজ। যখন তিনি এসেছিলেন তখন ছিলেন প্রতিযোগী, এরপরেই তিনি এই শোয়ের সঞ্চালক হন। তারপরে একেবারে ‘রোডিজ’ এর বিচারক পদে জায়গা করে নেন রণবিজয়। তাকে ছাড়া এই শো চলা মুশকিল এমনটাই মনে করতেন অনুরাগীরা।

   

রণবিজয়ের এই শো-এর মাধ্যমে জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ধাপে ধাপে তিনি নিজেকে এই শো এর মূল স্তম্ভ করে তুলেছিলেন। অনেকেই প্রশ্ন করছেন হঠাৎ করে রণবিজয়ের এই শো ছাড়ার কারণ কি? গুঞ্জন উঠেছে যে প্রযোজনা সংস্থার সঙ্গে একটি গন্ডগোলে জড়িয়ে পড়েন রণবিজায়। আর তাই এই ছেড়েছেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে ১৮ বছর ধরে এই শো এর সঙ্গে যুক্ত ছিলেন। আবেগটা একদমই অন্যরকম। তবে এটা পরিস্কার করে জানাচ্ছি, প্রযোজনা সংস্থার সঙ্গে কোনোরকম গোলমাল বাঁধেনি। আসলে এই সংস্থার সঙ্গে কিছু বিষয়ে আমি মত মেলাতে পারিনি। আর ডেটের সমস্যা ছিল। তাই এই শো ছাড়ার সিদ্ধান্ত নিলাম। তাহলে এবার এই শোতে সঞ্চালনা কে করবেন?

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, রণবিজয় শো ছাড়ার আগে থেকেই সোনু সুদের সঙ্গে কথা বলে রেখেছিল প্রযোজক সংস্থা। আর সেই মতই শুটিংয়ের তারিখ ঠিক ছিল। জানা গিয়েছে এই মাসের ১৪ তারিখ থেকেই দক্ষিণ আফ্রিকায় সোনু সুদকে নিয়ে নতুন সিজনের শুটিং শুরু হবে। উল্লেখ্য, লকডাউন এর সময় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন সোনু। সূত্রের খবর অনুযায়ী, এই জনপ্রিয়তার জন্য নাকি প্রযোজক সংস্থার তরফ থেকে তাঁকে রোডিজের জন্য অফার দেওয়া হয়েছে।