৭-এর জায়গায় এবার ৮, বিশ্বের অষ্টম আশ্চর্যের তালিকায় নাম পেলো এই নতুন জায়গা

নিউজশর্ট ডেস্কঃ এতদিন পর্যন্ত বিশ্বের আশ্চর্য জিনিসের(7th Wonder Of World) তালিকায় নাম ছিল ৭ টি জায়গার। আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নতুন নিদর্শন। দীর্ঘদিন ধরে রোমান শহর পম্পেওয়ের সঙ্গে কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। অবশেষে বিশ্বের অষ্টম আশ্চর্যের জায়গা দখল করে নিয়েছে কাম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির(Cambodia Angkor Wat Vishnu Temple)। চলুন একনজরে এই মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্য বর্মনের আমলে এই মন্দিরটি তৈরি হয়েছিল। প্রাচীনকালে এটি একটি বিষ্ণু মন্দির ছিল। পরবর্তীকালে প্রাচ্যে হিন্দু ধর্মের সাথে সাথে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। তখন বিষ্ণুমন্দির বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। এই মন্দিরটি প্রায় ৫০০ একর জমির উপর স্থাপিত রয়েছে। এখানে মন্দিরের দেয়ালে হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের সংস্কৃতির প্রচুর মেলবন্ধন পাওয়া যায়।

আকৃতিগত দিক থেকে মন্দিরটি একেবারে পদ্মের মতো দেখতে এবং তার দেওয়ালে খোদাই করা রয়েছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং তাদের জীবনযাত্রার নানা গল্প। এই মন্দিরে সূর্যোদয়ের দৃশ্য অপরূপ সৌন্দর্য। ভোরবেলা মন্দিরটি গোলাপী আলোয় ঢাকা পড়ে যায় আর এর সাথেই কমলা ও সোনালী রঙের আলোর রোশনাইতে মন্দিরের চূড়ার সেই সৌন্দর্য লেখনীতে প্রকাশ করা সম্ভব নয়। এই মন্দিরটির অপরূপ কারুকার্য এবং সৌন্দর্য দেখতে বহু পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিভিন্ন জায়গা থেকে এই প্রাচীন মন্দিরটিকে দর্শনের জন্য পর্যটকেরা আসেন।

মূলত স্থাপত্যের জন্যই এটি আশ্চর্যের তালিকায় জায়গা করে নিয়েছে। শুধুমাত্র এশিয়া নয়, গোটা বিশ্বের মানুষের কাছে এই মন্দিরের গুরুত্ব সত্যি অপরিসীম। ইউনেস্কোর তরফ থেকে এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছিল। এবার এই মন্দিরের পালকে নতুন তকমা জুড়োল অষ্টম আশ্চর্যের সঙ্গে নাম জড়িয়ে। বিশ্বের সাতটি সপ্তম আশ্চর্যের তালিকায় নাম রয়েছে- চিনের প্রাচীর, মেক্সিকোর মায়া সভ্যতার সময়ে তৈরি পিরামিড চিচেন ইত্‍জা, জর্ডনের পেত্রা, ইনকা সভ্যতার শহর পেরুর মাচুপিচু, রিও ডি জেনেইরোর ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোজিয়াম আর ভারতের তাজমহল।

আরও পড়ুন: ঠিক যেন প্রকৃতির নিজের হাতে তৈরী জল রঙের অ্যালবাম! ঘুরে আসুন কলকাতার পাশের শহরের এই ৫ টি লোকেশনে

২০০১ সালে সুইত্‍জারল্যান্ডের জুরিখ শহরে New 7 Wonders Foundation নামে একটি বেসরকারি সংস্থা এই সপ্তম আশ্চর্যকে বেছে নেওয়ার জন্য তৈরী করা হয়। ২০০৭ সালে লিসবনে ঘোষণা করা হয় নতুন সপ্তম আশ্চর্যের। আর এবার এই অষ্টম আশ্চর্যের জায়গায় নাম জুড়োল আঙ্করভাট মন্দিরের(Angkor Wat Vishnu Temple)।

Papiya Paul

X