Gadar

২০২৩-র বড় আকর্ষন ‘গদর ২’! দীর্ঘ ২২ বছর পর আবার ফিরছে সানি-আমিশার প্রেম-কাহিনী

সাল ২০০১, ট্রাক ড্রাইভার তারা সিং ও সাকিনার ভালবাসার গল্পে মশগুল হয়ে উঠেছিল গোটা দেশ। ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান তখন সবার মুখে মুখে। মুক্তির সাথে সাথেই ব্লক ব্লাস্টার হিট সানি দিওল (Sunny Deol) আর আমিশা প্যাটেলের (Amisha Patel) ছবি ‘গদর এক প্রেম কথা’ (Gadar Ek Prem Katha)।

আজও যদি বলিউডের সেরা প্রেম কাহিনীর কথা জিজ্ঞেস করা হয় তো নিঃসন্দেহে উঠে আসবে এই ছবির নাম। দেশভাগের প্রেক্ষাপটে এক অসাধারণ প্রেম কাহিনী বলেছিলেন পরিচালক অনিল শর্মা। সানি-আমিশার রসায়ন এতোটাই বিমোহিত করেছিলো মানুষকে যে, মাত্র ১৯ কোটি দিয়ে তৈরি ছবির কালেকশন ছিলো ১৩৩ কোটি টাকা।

২০০১ এর পর পেরিয়ে গেছে পুরো দুটো দশক। দুই দশক পর আবার একবার ফিরছে এলেন তারা সিং ওরফে সানি দেওল এবং সাকিনার বেশে আমিশা প্যাটেল। গতকাল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পাশাপাশি মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। এমতাবস্থায় একথা বলাই বাহুল্য যে, চলতি বছরে অন্যতম আকর্ষণ হতে চলেছে এই ছবি।

বলিউড,বিনোদন,গসিপ,গদর ২,সিক্যুয়েল,সানি দেওল,আমিশা প্যাটেল,Bollywood,Entertainment,Gossip,Gadar 2,Sequel,Sunny Deol,Amisha Patel

 

ছবির পোস্টার প্রসঙ্গে পরিচালক এবং প্রযোজক অনিল শর্মা বললেন, ‘গদর এক প্রেম কথা’ আমার নয়, মানুষের গল্প। ভারতীয় চলচ্চিত্র শিল্পের গতিপথ পরিবর্তন করেছে এই ছবি। কাল্ট আইকনে পরিণত হয়েছিল ‘গদর’, যেখানে দর্শক তারা সিংহ এবং সকিনার প্রেমের গল্পে নিজেদের খুঁজে পান। নতুন পর্বের প্রথম পোস্টার লঞ্চ করতে পেরে আমরা রোমাঞ্চিত!’

পাশাপাশি ‘গদর ২’-এর পোস্টার টুইট করেন অভিনেতা সানি দেওল। লেখেন, ‘হিন্দুস্তানি জিন্দাবাদ.. ছিল.. আর জিন্দাবাদ থাকবেও! এই স্বাধীনতা দিবসে, আমরা দুই দশক পর ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সিক্যুয়েল নিয়ে আসছি। ২০২৩ সালের ১১ অগস্ট মুক্তি পাবে গদর ২’।

পাশাপাশি উচ্ছসিত সানি আরো বলেন, ‘গদর এক প্রেম কথা, ব্যক্তিগত ভাবে এবং পেশাগত ভাবে আমার জীবনের একটি বিশেষ অংশ। গদরের ‘তারা সিংহ’ শুধু এক জন নায়কই নয় বরং বৈগ্রহিক চরিত্রে পরিণত হয়েছে যে সব প্রতিকূলতাকে অস্বীকার করেছে এবং তার পরিবার এবং ভালবাসার জন্য সব সীমানা অতিক্রম করেছে।’

Avatar

Moumita

X