নিউজশর্ট ডেস্কঃ শীত পেরিয়ে বসন্তের আগমন হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই বসন্তে এক আলাদা রকমের ভালোলাগা কাজ করে থাকে সকলের মধ্যে। এইসময় বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। বিশেষ করে দোলের ছুটিতে অচেনা অজানা গন্তব্যের সন্ধান করেন অনেকেই।
কিন্তু কোথায় বেড়াতে যাবেন তা অনেকেই ভেবে পাচ্ছেন না। বর্তমান সময়ের আবহাওয়ার কথা মাথায় রেখে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের পাহাড়ে। এই সময় পাহাড়ের আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। আকাশ ঝকঝকে। সারাদিনই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। ঠান্ডার কথা বললে দার্জিলিং আর কলকাতার তাপমাত্রা এখন প্রায় একই রকম থাকে।
এবার প্রশ্ন হল দার্জিলিং-এর ভিড় এড়িয়ে কোথায় যাওয়া যায়? আজকের এই প্রতিবেদনে একটি একদম নতুন অচেনা অজানা জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই জায়গাটির নাম লোপচু। একেবারে অপরূপ সুন্দর এই জায়গা। এখানে পেশক চা বাগান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। চা বাগানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এই পেশক চা বাগানের পরেই রয়েছে লোপচু।
আরও পড়ুন: Travel: খরচ হবে মাত্র ৫০ টাকা, রঙিন ক্যানভাসে সেজে উঠেছে এই গ্রাম, মিলবে ময়ূর দেখার সুযোগ
কিভাবে যাবেন?
এনজিপি থেকে এখানে আসতে হলে তিস্তা বাজার হয়ে আসতে হবে। এখন স্বাভাবিক হয়ে গিয়েছে তিস্তা বাজার। এর কিছুটা দূরেই আছে লোপচু। তাহলে আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন এই নতুন লোকেশনের উদ্দেশ্যে।