নিউজশর্ট ডেস্কঃ এইমুহূর্তে স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে টানটান উত্তেজনার পর্ব চলছে। দীর্ঘদিন ধরে একঘেয়েমি দেখানোর পর সিরিয়ালে বহু প্রতীক্ষিত ট্র্যাক নিয়ে এসেছেন নির্মাতারা। এই ধারাবাহিকের বর্তমান পর্ব দেখে মন ভালো হয়ে গিয়েছে দর্শকদের। ইতিমধ্যে সূর্য এবং দীপার মধ্যে মিল হয়েছে। তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।
এবার দীপার মন জয় করতে সেনগুপ্ত বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিল সূর্য। যে পার্টিতে বার্বি ডলের থিমে সেজেছিল গোটা পরিবার। আবার সেখানে এমন ভাবে গল্প সাজানো হয়েছে যেখানে দীপার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। গোলাপি এদিনের অনুষ্ঠানে দীপাকে মোহময়ী লাগছিল। দীপাকে দেখে চোখ সরাতে পারছে না সূর্যও। এতদিনে দীপার জীবন থেকে অন্ধকার চলে গিয়ে আলো ফুটে উঠছে।
তবে নিজের দুই সন্তানের মুখের দিকে চেয়ে দীপা সেনগুপ্ত পরিবারে ফিরে এলেও সে এতদিন সূর্যকে মন থেকে ক্ষমা করতে পারেনি। কিন্তু সূর্য বারে বারে দীপার কাছে ক্ষমা চেয়ে অবশেষে তার মন জয় করতে সক্ষম হয়েছে। সকলের সামনে দীপার কাছে ক্ষমা চেয়ে সে বুঝিয়ে দিয়েছে দীপাকে সে কতটা ভালোবাসে। সেই অনুষ্ঠানে হাজির হয়েছে কবীর। সূর্য যখন কবীরের কাছে ক্ষমা চায় তখন অবশেষে সূর্যকে ক্ষমা করে দেয় দীপা।
তবে দীপার সংসারে আবার আগুন ধরাতে হাজির হচ্ছে মিশকা। নতুন করে প্ল্যান করছে যাতে সূর্য এবং দীপার সুখের সংসারে ভাঙন ধরে। তাই এবার এমন করে মিশকা প্ল্যান সাজিয়েছে যাতে চিরদিনের মত সূর্য এবং দীপা আলাদা হয়ে যায়। এখনো পর্যন্ত তার এই নতুন প্ল্যান নিয়ে সামনে আসেনি মিশকা। তবে খুব শীঘ্রই একটা বড়োসড়ো ধামাকা করতে চলেছে সূর্যের বেস্ট ফ্রেন্ড তা বুঝতে পারছেন দর্শকেরা পর্যন্ত।