Papiya Paul

মুক্তি পেলেও এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে আরিয়ানকে।

প্রায় এক মাস জেলে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পাবেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। খান পরিবার জুড়ে খুশির হাওয়া বয়ে গেছে এই সংবাদ পাওয়ার পর। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মাত্র দেখা গেছে খান পরিবারের প্রস্তুতিপর্ব, বড় সন্তানের বাড়িতে ফেরার আগে। কিন্তু জামিন পেলেও কিছু নির্দেশ মেনে চলতে হবে আরিয়ানকে। এমন কয়েকটি কাজ রয়েছে যা তিনি জেল থেকে বেরোনোর পরেও করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কোন কোন কাজ থেকে তিনি বিরত থাকবেন, যতদিন না এই সমস্যা মিটে যায়।

   

বিদেশ ভ্রমণ: এনসিবির দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ান খানকে। এই নির্দেশে বলা হয়েছে, অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না একেবারে।

দেশের মধ্যে ভ্রমণ: বিদেশের মতোই দেশের মধ্যেও মনের মত করে ঘুরতে পারবেন না তিনি। এমনকি মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে অনুমতি নিতে হবে এনসবির।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বিবৃতি: জেল থেকে বেরিয়ে মাদক মামলা বিষয়ে কোনো কথোপকথন সংবাদমাধ্যমের সামনে করতে পারবেন না আরিয়ান খান। এমনকি নেটের মাধ্যমে কোন কিছু লেখালেখি করতে পারবেন না তিনি।

সহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে সহ অভিযুক্তদের সঙ্গে কোন যোগাযোগ স্থাপন করতে পারবেন না আরিয়ান খান। ফোন অথবা অন্য কোন যোগাযোগের মাধ্যমে তিনি সহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করবেন না।

এছাড়াও সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করা, প্রমাণ নষ্ট করে দেওয়া, এসব কিছুই ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য। জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরই আরিয়ান পাবে মুক্তি। তাই আপাতত অপেক্ষায় রয়েছেন শাহরুখ খান সহ গোটা খান পরিবার।