উচ্চমাধ্যমিক পাশ হলেই Bandhan Bank ব্যাঙ্কে মোটা বেতনের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আপনি কি উচ্চমাধ্যমিক পাশ করে চাকরির(Job) খোঁজ করছেন? কোনো কারণে উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা করতে পারেননি? তাহলে এই প্রতিবেদন অবশ্যই আপনার জন্য। কারণ আপনাদের মুশকিল আসান হয়ে এসেছে কেন্দ্রীয় সরকার অনুমোদিত Bandhan Bank। সম্প্রতি খবর মিলেছে Bandhan Bank এর তরফ থেকে বিপুল সংখ্যায় গ্রুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হচ্ছে।

তাহলে জেনে নিন আবেদনের সমস্ত খুঁটিনাটি- 

শূন্যপদের নাম :- Bandhan Bank (DSA) এর তরফ থেকে দেশের প্রতিটি ব্রাঞ্চে Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা :-

১) আবেদনকারীকে অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

২) আবেদনকারীর বয়সসীমা হল ১৮-৩০ বছর।

বেতনক্রম :- এই পদের জন্য প্রতি মাসে ১৬,৫০০-২২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি পারফরম্যান্স অনুযায়ী কমিশন ও ইনসেন্টিভ দেওয়া হবে।

কাজের ধরন :- এই পদে নিযুক্ত কর্মীদের দায়িত্ব থাকবে ব্যাঙ্কের ব্যাক অফিস ও ফন্ট অফিসের যাবতীয় কাজ, কোর ব্যাঙ্কিং সেগমেন্ট পরিচালনা করা। পাশাপাশি তাদেরকে Regular Basics এ Day shift এ চাকরিতে নিয়োগ করা হবে।

প্রাপ্য সুবিধা :- ১) শুরু থেকেই স্থায়ী পদে নিয়োগ করা হবে।

২) পারফরম্যান্স ভালো থাকলে ৬-৯ মাসের মধ্যেই প্রমোশনের সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে স্বাস্থ্য বীমা, জীবন বীমা, সেলফ ফোনের রিচার্জ খরচ, বার্ষিক বোনাস ইত্যাদি।

আবেদন পদ্ধতি :- আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে সেটি Bandhan Bank এর Hiring Recruiter (HR) এর কাছে প্রতিবেদনের শেষে দেওয়া ই-মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিন।

প্রয়োজনীয় নথিপত্র :-

১) বয়সের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি, জেরক্স কপি।

২) আধার কার্ড এবং ভোটার কার্ড এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাড়াও যদি অন্য কোনো যোগ্যতা থাকে তাহলে সেই সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং জেরক্স কপি।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং জেরক্স কপি।

৫) বায়োডাটার অরিজিনাল কপি এবং জেরক্স কপি।

৬) এক বা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

নির্বাচন পদ্ধতি :- এক্ষেত্রে দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা। সোজা ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার স্কিল টেস্ট করেই নিয়োগ হবে।

ইন্টারভিউয়ের সময় :- সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। উপরিউক্ত ডকুমেন্ট সহ ফরম্যাল পোশাকে যাওয়া আবশ্যক। জিন্স প্যান্ট অ্যালাউ করা হবেনা। ইন্টারভিউয়ের সময় এবং স্থান জানার জন্য নিম্নলিখিত ইমেইল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।

E-mail– [email protected]
Phone Number :– 7980697679/9163326034

Avatar

Papiya Paul

X