Bangladesh Minister open up about Ilish export to India

কবে বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ? এতদিনে জবাব দিল বাংলাদেশ

নিউজশর্ট ডেস্কঃ জুলাইয়ের শুরু থেকেই বাংলায় চলছে বর্ষাকাল। আর বর্ষা মানেই ইলিশের মরসুম। এমন সময় বাঙালি ইলিশ খাবে না তা কি আবার হয় নাকি! বছরের এই সময়টাই ইলিশ খাওয়ার বাসনা যেন একটু বেশিই বেড়ে যায়। অবশ্য এর কারণও রয়েছে। এই সময় দিঘার মোহনা থেকে কাকদ্বীপ ও গঙ্গা দিয়ে গোটা বাংলায় ইলিশের সাপ্লাই হয়। এবাদে পদ্মার ইলিশ তো আছেই।

গতবছর এমন সময়ে ইলিশ পাওয়া গেলেও ২০২৪ এর আগস্টের শুরুতে বাংলাদেশের ইলিশ আসেনি ভারতে। তাই মন খারাপ বহু ইলিশ প্রেমী বাঙালির। এবছর অনেকের মনেই প্রশ্ন জগতে শুরু করেছে যে কবে পদ্মার ইলিশ পাবে বাঙালিরা? উত্তর মিলেছে বাংলাদেশের তরফ থেকে। কি জানা গেল? কবে বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ? সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সকলেই জানেন, কিছুদিন আগেই আন্দোলন ও বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই আশ্রয় নিয়েছেন। এরই মাঝে নতুন সরকার গঠন হয়েছে। দেশের হয়ে শপথ নিয়েছেন নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস। এমটা বস্তায় কবে থেকে শুরু হবে রপ্তানি? জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

এদিন সংবাদমাধ্যমকে ফরিদা জানান, আগে দেশের মানুষ ইলিশ পাবে। তারপর রফতানি হবে। এর আগে শেখ হাসিনা  প্রতি বছর দূর্গা পুজোর সময়ে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন। কারণ এই সময় অনেকেই রেস্তোরায় ইলিশ খেতে বেশ পছন্দ করেন। কিন্তু এবার আর তেমনটা হচ্ছে না। সরকার বদলাতেই পুজোয় পাতে ইলিশ পড়ার আশা একপ্রকার কমে গেল বলা যেতেই পারে। জানা যাচ্ছে, বাংলায় ইলিশ রপ্তানির কথা উঠতেই চটে গিয়েছিলেন ফরিদা। তাঁর মতে, ভারতের সাথে এত কিসের প্রেম ? দেশের মানুষ ইলিশ পাবে না আর সেটা বিদেশ রপ্তানি হবে। এটা হতে পারে না! আগে দেশকেই গুরুত্ব দেওয়া হবে, পরে রপ্তানি। দেশের মানুষ যাতে কম দামে ইলিশ পান সেটার ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুনঃ রোজ বসবে না সোনাঝুড়ির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জেনে রাখুন নতুন দিনক্ষণ

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ইলিশ পাওয়ার আশা কম বলে সাফ জানিয়েদিয়েছিলেন রপ্তানিকারীরা। এবার সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। এবার দেখার অপেক্ষা যে কতদিনে রপ্তানির অনুমতি মেলে বাংলাদেশে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X