Tunir Maa

Moumita

এক গান গেয়েই রাতারাতি সুপারস্টার, ‘ও টুনির মা’ গানের গায়ককে চেনেন আপনি?

দুই বাংলারই এককালীন জনপ্রিয় গান হল ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ (O tunir maa)। গঙ্গার এপার-ওপার দুই বাংলাতেই এই গান নিয়ে ব্যাপক চর্চা পেয়েছে। ভাসান গান হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। এই একটা গানই পরিচিতি এনে দিয়েছিল ওপার বাংলার লেখক শিল্পী প্রমিত কুমারকে (Promit Kumar)।

   

তবে অনেকেই হয়তো জানেন না যে, টুনির মা গানটি তৈরি হওয়ার নেপথ্যে রয়েছে বিরাট ইতিহাস! বাংলাদেশের নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়া গ্রামে বসে তিন দিনে এই গান লিখেছিলেন প্রমিত। নিকট অতীতের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রমিত।

প্রমিত কুমারের কথায়, ‘ঢাকায় যখন রেকর্ডিং করতে যেতাম সেই সময় অনেকেই বলতেন এই ধরনের গান চলবে না। শুনে মন খারাপ হত। তাই পরের অ্যালবামের নাম দেওয়ার ইচ্ছে ছিল টুনির মা। যদিও সেই নাম পরবর্তীতে বাতিল করে রাখা হয় ‘বউ আমার চেয়ারম্যান’।

গানটি জনসমক্ষে আসার পরেই প্রমিত বুঝতে পারেন, তার এই গান পছন্দ করেছেন সাধারণ মানুষ। গায়কের কথায়, তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই গান। এই গান যে শুধু খ্যাতিই এনে দিয়েছে তা নয়, পাশাপাশি এনে দিয়েছে অর্থও। প্রমিতের কথা থেকেই জানা যায়, এই গান রিলিজের পর ভারতে এসে প্রায় ৩০টি স্টেজ শো করেছিলেন তিনি।

তবে এখন আর এইসব করতে চাননা তিনি। প্রমিত বলেন, “টাকার জন্য একটা সময় বহু গান করেছি। তার মধ্যে কিছু গান আমার পছন্দ তালিকায় ছিল না। এমনকী, আর্থিক চাহিদা মেটানোর জন্য অল্প অর্থেও গান করেছি। কিন্তু, এবার সিদ্ধান্ত নিয়েছি, আর টাকার পেছনে ছুটব না।” এবার ভালো গান করতে চান তিনি।