Bank Of Baroda,Nainital Bank,Goverment Bank,ব্যাঙ্ক অফ বরোদা,নৈনিতাল ব্যাঙ্ক,সরকারি ব্যাঙ্ক,New Update,নতুন আপডেট

Moumita

খুব শীঘ্রই বিক্রি হতে চলেছে এই বৃহৎ ব্যাঙ্ক! আপনার অ্যাকাউন্ট থাকলে আজই জেনে নিন সব তথ্য

দিনকয়েক আগেই সরকারের তরফ থেকে ঘোষণা এসেছে যে, দেশের বৃহৎ সরকারি ব্যাঙ্ক আইডিবিআই (IDBi) ব্যাংককে বিক্রি করা হবে। সেই রেশ কাটতে না কাটতেই খবর এল আরো এক ব্যাঙ্ক বিক্রি হতে চলেছে। সূত্রের খবর, এবার ‘ব্যাঙ্ক অফ বরোদা’র অন্তর্গত একটি ব্যাঙ্কের বেসরকারিকরণ হতে চলেছে।

   

আসলে নৈনিতাল ব্যাঙ্কের শেয়ারের একটা বড় অংশ রয়েছে ‘ব্যাঙ্ক অফ বরোদা’র হাতে। আর এবার এই ব্যাঙ্কটিকেই বেসরকারি হাতে তুলে দিতে চলেছে সংস্থাটি। গত ১২ ডিসেম্বর বোর্ডের মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে BOB।

প্রসঙ্গত ১৯২২ সালে গোবিন্দ বল্লভ পন্থ ও নৈনিতালের বেশি কিছু সম্ভ্রান্তশালী ব্যক্তিরা মিলে শুরু করেন এই নৈনিতাল ব্যাঙ্কের কাজকর্ম। ব্যাংকের প্রায় সব শাখাই উত্তরাখণ্ডে রয়েছে। যদিও দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে কয়েকটি শাখা রয়েছে।

Bank Of Baroda,Nainital Bank,Goverment Bank,ব্যাঙ্ক অফ বরোদা,নৈনিতাল ব্যাঙ্ক,সরকারি ব্যাঙ্ক,New Update,নতুন আপডেট

কী সম্পদ রয়েছে নৈনিতাল ব্যাংকের : জানা গেছে এই মুহূর্তে এই ব্যাংকের কাছে প্রায় ৬০৭ কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়া দেশজুড়ে ১৬৬ টি ব্র্যাঞ্চ রয়েছে। ৫টি রাজ্যে মোট ৯৪১ জন কর্মচারী কাজ করেছেন এই সংস্থার অধীনে।

Bank Of Baroda,Nainital Bank,Goverment Bank,ব্যাঙ্ক অফ বরোদা,নৈনিতাল ব্যাঙ্ক,সরকারি ব্যাঙ্ক,New Update,নতুন আপডেট

 

এইদিন বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, BOB এবার নৈনিতাল ব্যাঙ্কের মালিকানা অন্য কারোর হাতে তুলে দেবে। সাথে এটাও জানিয়ে রাখি যে, নৈনিতাল ব্যাংকের প্রায় ৯৮.৫৭% অংশীদারিত্ব রয়েছে ব্যাংক অফ বরোদার কাছে। এমতাবস্থায় যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই নিজের নিজের ব্রাঞ্চে খোঁজ খবর নিন।