নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নাগরিকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালে সকলের জন্য প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) এর ঘোষণা করা হয়। সে বছর স্বাধীনতা দিবসে এই প্রকল্প চালুর পর থেকে ২৮শে অগাস্ট থেকেই শুরু হয়ে যায় জনধন অ্যাকাউন্ট ওপেনিং। যার ফলে কয়েক কোটি মানুষ প্রথমবার ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত হয়ে যান।
জানলে অবাক হবেন ২০১৫ সালেই কোটি কোটি জনধন অ্যাকাউন্ট (PMJDY Account) ওপেন করা হয়েছে। আর পাঁচটা সেভিংস অ্যাকাউন্টার মত ব্যাঙ্কিং পরিষেবা দিলেও বসে কিছু বিশেষত্ব রয়েছে এই অ্যাকাউন্টের। জনধন প্রকল্পে ব্যাঙ্কের খাতা খোলার জন্য কোনো নূন্যতম ব্যালান্স প্রয়োজন হয় না। তাছাড়া ডেবিট কার্ড থেকে শুরু করে লোন ও বিভিন্ন সঞ্চয়ে প্রকল্পের সুবিধাও পাওয়া যায়।
সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ই জুন পর্যন্ত ৫২.৩৯ কোটি মানুষ এই ৰন্ধন যোজনার সুফল ভোগ করছেন। এই অ্যাকাউন্টগুলিতে সর্বমোট ২২,৬৮,১৪,৬৭,০০,০০০ টাকা সঞ্চিত আছে। তবে অনেকেই হয়তো জানেন না জনধন অ্যাকাউন্ট থাকলে আরও অনেক সুবিধা পাওয়া যায়। সেগুলি কি কি? চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ বসে নয় এবার শুয়েও হবে যাত্রা, প্রকাশ্যে এল স্লিপার বন্দে ভারত ট্রেন লঞ্চের দিনক্ষণ থেকে ভাড়া!
জনধন অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে যে সুবিধা পাওয়া যায় :
জিরো ব্যালান্স অ্যাকাউন্ট : জনধোন যোজনায় যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে কোনো মিনিমাম ব্যালান্সের ঝামেলা থাকে না অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি করলেও কোনো চার্জ কাটা হয় না। যেটা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে নূন্যতম একটা টাকা না থাকলে চার্জ কাটে।
বিনামূল্যে ডেবিট কার্ড : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ATM কার্ড বা ডেবিট কার্ড পাওয়া যায়। এরফলে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ATM থেকে টাকা তোলা যায়। এছাড়াও অনলাইনেও পেমেন্ট করা যায়। সাধারণত এটিএম কার্ডের জন্য ১৫০ টাকা + জিএসটি চার্জ কাটে প্রতিবছর কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট থাকলে ডেবিট কার্ডের জন্য কোনো চার্জ কাটা হয় না।
ক্রেডিট স্কোর ছাড়াই লোন : আপনি যদি ব্যাঙ্ক থেকে লোন নিতে চান তাহলে অনেক ডকুমেন্ট রেডি করতে হয়। তাছাড়াও ঋণ পেতে গেলে ক্রেডিট স্কোর ভালো হতে হয়। তবে এক্ষত্রে ক্রেডিট স্কোরের কোনো ঝামেলা নেই, বরং অ্যাকাউন্ট থাকা টাকার ওপরে ভিত্তি করেই লোন পাওয়া যায়।
ওভার ড্রাফট এর সুবিধাঃ ওভার ড্রাফট হল একটি ব্যাঙ্কিং ফেসিলিটি যার দরুন প্রয়োজনে অ্যাকাউন্টে যতটাকা আছে তার থেকেও বেশি টাকা তুলে এনেওয়া যেতে পারে। জনধন যোজনায় যাদের বই রয়েছে তারা চাইলেই ১০,০০০ টাকার ওভার ড্রাফট ফেসিলিটি ব্যবহার করতে পারেন।
জনধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আরও সুবিধাঃ
- ব্যাঙ্কের গ্রামীণ ও শহরের ব্রাঞ্চের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট হয়ে থাকে। তবে এই প্রকল্পে যে কোনো ভারতীয় নাগরিক গ্রাম হোক বা শহরের জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন।
- বড় ব্যাঙ্কেই যে যেতে হবে তার কোনো মানে নেই, ছোট ব্যাঙ্ক বা কোনো ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকেও এই খাতা খোলা যায়।
- চাইলে সেভিংস অ্যাকাউন্টার মত ব্যবহার করাও যেতে পারে। যদি জনধন অ্যাকাউন্টে টাকা রাখাইন তাহলে ব্যাঙ্কের মতই সুদ পাবেন।
- সরকারি প্রকল্পের সুবিধা পেতে হয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা একপ্রকার বাধ্যতামূলক হচ্ছে। সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী জীবন বীমা বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার সুবিধাও নিতে পারবেন।