Raj-Subhashree

anita

Raj-Subhashree: টেক্কা দেবে বলিউড তারকাদেরও! রাজ-শুভশ্রীর হালিশহরের বাড়ি যেন আস্ত রাজপ্রাসাদ

নিউজ শর্ট ডেস্ক: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন পরিচালক হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। প্রায় সারা বছর ঠাসা কাজ থাকে তাঁর হাতে। এমনিতে সকলেই জানেন  পরিচালনার পাশাপাশি রাজ একজন দারুণ ফ্যামিলি ম্যান। স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এবং দুই সন্তান নিয়ে এখন সুখী গৃহকোণ  তাঁর।

   

পাশাপাশি রাজ নিজের প্রতিভার জোরেই নাম-যশ খ্যাতি সবকিছুই পেয়েছেন। যদিও শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল তাঁকে।  বর্তমানে রাজ থাকেন কলকাতা শহরের অন্যতম বিলাসবহুল আবাসন ‘আরাবানা’তে। তবে সাফল্যের শিখরে পৌঁছেও তিনি ভোলেননি নিজের শিকড়কে। তাই  আদতে হালিশহরের ছেলে রাজ আজও অবসর সময়ে মাঝে মধ্যেই ছুটি কাটাতে চলে যান তাঁর হালিশহরের বাড়িতে।

যদিও রাজ্যের হালিশহরের সেই বাড়ি, বাড়ি কম রাজপ্রাসাদ বলাই ভালো। হালিশহরের এই বাড়িতেই ছেলে ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠানও করেছিলেন রাজ। বিরাট এলাকা জুড়ে তৈরি রাজের এই বাড়িতে কী নেই!

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,হালিশহরের বাড়ি,Halishahar House,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

বাড়ির বাইরে যেমন রয়েছে মস্ত বড় বাগান থেকে শুরু করে পুকুর, তেমনি রয়েছে হরেকরকম গাছপালা মন্দির। সবমিলিয়ে রাজের এই বাড়ি যেন রাজপ্রাসাদ। এদিন সোশ্যাল মিডিয়ায় হালিশহরের বাড়ির অন্দরমহলের ছবি শেয়ার করে নিয়েছিলেন এই তারকা দম্পতি নিজেরাই।

আরও  পড়ুন: ‘বাবা হতে পারিনি তো কী আছে’! স্ত্রী ঈশিতাকে আদর্শ জীবনসঙ্গী হিসাবে কত নম্বর দিলেন শুভাশিস?

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,হালিশহরের বাড়ি,Halishahar House,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেখানে দেখা গিয়েছে এই বাড়ির  দেওয়ালে সার দিয়ে সাজানো রয়েছে একগুচ্ছ ফটো ফ্রেম। দেখা যাচ্ছে চওড়া সিঁড়ি। বাদ যায়নি মডার্ন কায়দার সোফা সেট, ঝাড়বাতিও। এবছর হালিশহরের এই বাড়ি থেকেই রঙ খেলার ছবি শেয়ার করে নিয়েছেন রাজ।