এই মুহূর্তে বিনোদন জগতের চর্চার কেন্দ্রবিন্দু সালমান খানের আসন্ন ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। বর্তমানে সমস্ত খবরের শিরোনামে রয়েছে ছবিটি। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র এতো চর্চার মূল বিষয় হলো এই ছবির কাস্টিং। সম্প্রতি সামনে এসেছে সালমান খানের নতুন ছবির লুক আর ভাইজানের নতুন লুক নিয়ে হইচই থামতে না থামতেই কানাঘুষো শোনা যাচ্ছে ছবি থেকে বাদ পড়তে চলেছেন আয়ুষ শর্মা এবং জহির ইকবাল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে।
ভাইজানের নতুন ছবি নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তমহলে। তাঁর যে কোনও ছবির খবর প্রকাশ্যে আসতে না আসতেই দখল করে নেয় খবরের শিরোনাম। অন্যথা হয়নি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র ক্ষেত্রেও। প্রথমে জানা গিয়েছিলো ছবিতে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শ্রেয়াস তালপাড়ে এবং আরশাদ ওয়ারিস। যদিও কিছুদিন আগে আবার জানা যায় ছবিতে তাদেরকে বাদ দিয়ে ঐ দুটি চরিত্রে অভিনয় করবেন আয়ুষ শর্মা এবং জাহির ইকবাল। সম্প্রতি শোনা যাচ্ছে ছবি থেকে মুছে যেতে চলেছে এই দুই অভিনেতার নামও। আগেও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে জাহির থাকছেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় অবশ্য এই বিষয় কিছুই বলেননি তিনি। তবে এই মুহূর্তে বি-টাউনে কান পাতলে খবর আসছে জাহিরের জায়গায় নতুন মুখ খুঁজছেন নির্মাতারা।
প্রসঙ্গত এই ছবিতে সালমান খানের (salman khan) হাত ধরে বলিউডে নিজের ডেবিউ করতে চলেছেন বিগবস খ্যাত শেহনাজ গিল। এর আগে টেলিভিশন এবং পাঞ্জাবি ছবিতে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এই মুহূর্তে পেজ থ্রি-র টাটকা খবর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে পাঞ্জাবি অভিনেতা ও গায়ক জাসি গিলকে দেখা যাবে শেহনাজ গিল’এর বিপরীতে।
এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাঞ্জাবের ক্যাটরিনা শেহনাজ গিলকে। বলিউডের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শেহনাজ এবং জাসি’র একটি মিষ্টি প্রেমকাহিনী দেখানো হয়েছে ছবিতে। উল্লেখ্য এর আগে আয়ুষ শর্মা ছিলেন শেহনাজের বিপরীতে। কিন্তু আয়ুষ এই ছবি থেকে হাত সরিয়ে নেওয়ার পর নতুন করে তৈরি করা হচ্ছে চরিত্রটি।
এছাড়াও সম্প্রতি আরও একটি বিষয়ের উপর থেকে পর্দা সরেছে। জানা যাচ্ছে জনপ্রিয় নৃত্যশিল্পী রাঘব জুয়েলকেও দেখা যাবে মালবিকা শর্মার বিপরীতে। প্রসঙ্গত ফারহাদ সামজি পরিচালিত এই ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন সালমান খান এবং তার বিপরীতে দেখা যাবে অন্যতম সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়ে’কে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করে দিয়েছেছেন সালমান খান। শ্যুটিং শুরুর প্রথম দিনই সেট থেকে ছবিও পোস্ট করেছেন অভিনেতা। আর নিজের ফার্স্ট লুকের ছবিতেই একেবারে বাজিমাত। অপরদিকে পূজাও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে শ্যুটিং শুরু হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বছরের ডিসেম্বরের মধ্যেই মুক্তি পেতে চলেছে সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।