বিগবস OTT সিজন 15,সালমান খান,করন কুন্দ্রা,তেজস্বী প্রকাশ,কালার্স,Big Boss OTT season 2,Salman Khan,Karan Kundra,Tejaswi Prakash,Colors

OTT তে আসছে Bigg Boss 2, করণ জোহরকে সরিয়ে নতুন সঞ্চালক বলিউডের এই হিট জুটি!

২০০৬ সালে ভারতে শুরু হয়েছিল ‘বিগ বস’। টেলিভিশনের সবচেয়ে চর্চিত বলা ভালো বিতর্কিত একই সাথে জনপ্রিয় শো’গুলির মধ্যে অন্যতম এই রিয়েলিটি শো। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রেরিত হয়ে এই শো চালু হয়েছিল। আর এই রিয়্যালিটি শো নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবরই তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে থাকে পরতে পরতে চমক। আপাতত সেই চমকের অপেক্ষায় রয়েছে গোটা ভারত। তবে বিগবস ভক্তদের জন্য এবার দারুন সুখবর, খুব শীঘ্রই শুরু হতে চলেছে বিগবস OTT সিজন ২ (OTT Season 2)।

গত বছর কোরোনা আবহে দর্শকদের মনরঞ্জনের জন্য নিয়ে আসা হয়েছিলো OTT প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছিলো বিগবস’কে‌। ভুট অ্যাপে সম্প্রচারিত হয়েছিলো শো’টি। গতবছর সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক করণ জোহর (Karan Johar)। তবে বি টাউনে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে এই বছর সঞ্চালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে করণ জোহরকে। সূত্রের খবর এবছর আর এই শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে না করণ জোহরকে।

মিডিয়া সূত্রে জানা যাচ্ছে এবছর বিগবস OTT সঞ্চালনার দায়িত্বে থাকবেন বি-টাউনের হট কাপল করন কুন্দ্রা (Karan Kundra) এবং তেজস্বী প্রকাশ (Tejaswi Prakaash)। প্রসঙ্গত Bigg Boss 15 -র ঘরেই প্রথম পরিচয় হয়েছিল করণ এবং তেজস্বীর। শো চলাকালীন একে অপরের প্রেমে ডুবে যান দুজন। যদিও সমালোচকদের মুখে শোনা গেছিলো তারা নাকি শুধু মাত্র শো’তে টিকে থাকার জন্যই মিথ্যা প্রেমের কাহিনী তৈরি করেছেন। তবে নিন্দুকদের কথা মিথ্যা প্রমাণ করে দিব্যি দাঁপিয়ে বেড়াচ্ছেন করন-তেজস্বী। উল্লেখ্য, Bigg Boss 15-এর বিজেতা ছিলেন এই সুন্দরী।

প্রসঙ্গত করনকে এর পূর্বে লকাপের জেলারের ভূমিকায় দেখা গেছিলো‌, এছাড়াও বেশ কিছু শো’এর সঞ্চালনার দায়িত্বে থেকেছেন তিনি। খবর আসছে এই সব দেখেই বিগ বস OTT-এর আয়োজকদের নজরে এসেছেন করন। অন্যদিকে তেজস্বীও এই একই চ্যানেলে একতা কাপুরের নাগিন সিরিয়ালে অভিনয় করছেন। ফলে এই দুই তারকাকে নিয়েই কাজ করাটা চ্যানেলের জন্যও লাভদায়ক হবে বলে মনে করে কিছুদিন আগেই তাদের নিয়ে আসা হয়েছিলো কঙ্গনা রানাওয়াতের লকাপ শো’তে। জানা গেছে করন-তেজস্বীর কারণে শো’এর TRP অনেকটাই বেড়েছিল তাই আবারও তাদের কেমিস্ট্রিকেই কাজে লাগাতে চাইছে কালার্স।

তবে করণকে সরানোর প্রসঙ্গে জানা গেছে, করণ এই মুহূর্তে Koffee With Karan এর সিজন ৭ নিয়ে ব্যস্ত। এছাড়াও পরিচালনার চাপও রয়েছে তার। এই কারণেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে নতুন সঞ্চালক হিসাবে করণ, তেজস্বীর কথা ভাবা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি‌।

Avatar

Moumita

X