পঙ্কজ ত্রিপাঠী বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। নিজের অভিনয় দক্ষতার দ্বারা হাজার হাজার মানুষের হৃদয়ে রাজ করছেন তিনি। সম্প্রতি তার আসন্ন ছবি ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলার সামনে আসতেই তার অভিনয়ের ঝলকে আবারো বহু মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে পঙ্কজ ত্রিপাঠীর মেয়ের ছবি, আর তক্ষুনি তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়াতে।
সম্প্রতি আইফা অনুষ্ঠানের মঞ্চে পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যায় তার স্ত্রী এবং মেয়ের সাথে। একেবারে সপরিবারে হাজির ছিলেন তিনি। তার মেয়ের নাম আশি ত্রিপাঠি। এই ১৬ বছর বয়সেই তার সৌন্দর্য্য হার মানাবে যেকোনো বলি নায়িকাকেও। বাবার মতো মেয়েও খুব বেশি লাইমলাইটে থাকতে পছন্দ করেননা, কিন্তু এদিন আইফার মঞ্চে পুরো ফ্যামিলিকে একসাথে দেখা যায়।
গত ২০০৪ সালে পঙ্কজ ত্রিপাঠি বিয়ে করেন মৃদুলাকে। এরপর ২০০৬ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় তাদের মেয়ে আশি। বিখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মেয়ে হলেও খুব বেশি সামনে আসেননি তিনি। কিন্তু এদিন আবু ধাবিতে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডস ২০২২ এর মঞ্চে পুরো ফ্যামিলি সমেত এসেছিলেনপঙ্কজ ত্রিপাঠি এবং তখনই এক ঝলক দেখা মেলে এই ষোড়শীর।
আশি ত্রিপাঠি এদিন অনুষ্ঠানের মঞ্চে বেশ রাজকীয় নীল গাউন পরে এসেছিলেন এবং তার মা মৃদুলা ত্রিপাঠিকে দেখা যায় কালো শাড়িতে। এদিন আইফা অ্যাওয়ার্ডস এ উপস্থিত বহু তারকার মাঝেও ছেয়ে ছিলেন পঙ্কজ ত্রিপাঠির কিশোরী মেয়ে। তার সারল্যে পরিপূর্ন সুন্দর চেহারা ইতিমধ্যেই বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছে।