বর্তমান সময়ে ভারতীয় সিনেমার বক্স অফিস(Box Office) কালেকশন নিয়ে আলোচনা চললে বলিউড বনাম দক্ষিণের সিনেমার তুলনার কথা উঠে আসে। এই মুহূর্তে বলিউডের সিনেমাগুলো সেভাবে বক্সঅফিসে ব্যবসা করতে পারেনি। কিন্তু দক্ষিণের সিনেমা বলিউডেও ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছে। করোনা মহামারীর পর দক্ষিণের পরপর তিনটি সিনেমা ‘পুষ্পা’, ‘আরআরআর’ ও ‘কেজিএফ ২’ এই সিনেমাগুলোর হিন্দি সংস্করণর সাফল্য দেখে বোঝা যাচ্ছে দর্শকেরা এখন কোন ধরনের সিনেমা দেখতে বেশি আগ্রহী।
বলিউড ও দক্ষিণের সিনেমার তুলনা করলে এই বিষয়টি পুরো স্পষ্ট হবে। দক্ষিণের সিনেমগুলি বক্স অফিসে ভালো লাভ করলেও সেখানে বলিউডের ‘রাধে’, ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘হিরোপান্তি ২’ এর মত সিনেমা মুখ থুবড়ে পড়ছে। যদিও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ান অভিনীত ;ভুলভুলাইয়া টু’ সিনেমাটি বক্স অফিসে ১৫০ কোটির উপরে আয় করলেও অন্যদিকে চূড়ান্ত ফ্লপ হয়েছে বলিউডের কুইন’ কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ধাকড়’।
এছাড়া আয়ুষ্মান খুরানার ‘অনেক’ ছবিটিও বক্সঅফিসে সাড়া জাগাতে পারিনি। করোনা মহামারীর পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বলিউডে ২২ টি সিনেমা মুক্তি পেয়েছে। রিপোর্ট মারফত জানা গিয়েছে, এই মুহূর্তে এই সিনেমা থেকে বলিউডের বক্স অফিসে আয় হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। অন্যদিকে দক্ষিণের এই তিনটি সিনেমার কেবলমাত্র হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে প্রায় ৭৮০ কোটি টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে বলিউডের ২২টি সিনেমাকে ধরাশায়ী করতে সক্ষম হয়েছে দক্ষিণের সিনেমা।
আবার এই ২২ টি সিনেমার মধ্যে সাফল্য পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘সুরিয়াবংশী’ এবং ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’। এখন দর্শকদের পছন্দ সময়োপযোগী বিষয়বস্তু, শক্তিশালী চিত্রনাট্য এবং সুন্দর নির্মানশৈলী। এত তাই বড় বাজেট, বড় তারকা, উৎসবকে কেন্দ্র করে মুক্তি – এগুলো কোন কিছুই সিনেমার ব্যবসা বাড়াতে পারেনি।