বলিউড,টলিউড,বিনোদন,শাহরুখ খান,সালমান খান,অ্যাটলি কুমার,জওয়ান,পাঠান,Bollywood,Tollywood,Entertainment,Shahrukh Khan,Salman Khan,Atlee Kumar,Jawan,Pathan

‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বসিত বলিউডের ভাইজান, নিজেই শেয়ার করলেন শাহরুখের ছবির টিজার

আগামী বছর ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’ তিন তিনটি বিগ বাজেট ছবি মুক্তি পাচ্ছে শাহরুখের। এছাড়াও শোনা যাচ্ছে ‘টাইগার’ সিরিজের ছবিতেও দেখা যাবে তাঁকে। এরমধ্যে ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা এমনিতেই বেশি। শাহরুখ এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজ তরফ থেকে বলা হয়েছে, এটি নাকি তাদের সবচেয়ে অ্যামবিশাস ছবি। এমতাবস্থায় উত্তেজনা বাড়িয়ে দিলেন বলিউডের ভাইজান সালমান খান। সম্প্রতি সালমান তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শাহরুখকে ট্যাগ করে লিখেছেন, “মেরে জওয়ান ভাই রেডি হ্যায়,”। ব্যস এরপরই অনুরাগীদের উত্তেজনাকে ধরে কে!

প্রসঙ্গত এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি কুমার, চলচ্চিত্র জগত চেনে অ্যাটলি নামেই চেনে তাকে। মূলত অ্যাকশন ছবির জন্যই বিখ্যাত অ্যাটলি। শাহরুখের সঙ্গে তার এই প্রথম কাজ। বলিউড-টলিউড বিতর্কের মাঝে এই দক্ষিণী পরিচালক আর বলিউডের সুপারস্টারের যুগ্ম প্রয়াস কেমন সাড়া ফেলবে দর্শকমহলে! তা নিয়েও জল্পনার শেষ নেই এই মুহূর্তে। এমতাবস্থায় টিজারের প্রশংসা করার জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছে অ্যাটলি।

প্রসঙ্গত উল্লেখ্য, একটি সাক্ষাৎকারে অ্যাটলিকে কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেছিলেন, “এই অনন্য চলচ্চিত্রটি তৈরি করার সমস্ত কৃতিত্ব অ্যাটলির, এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল কারণ আমি অ্যাকশন চলচ্চিত্র পছন্দ করি! ছবিতে আগে কী হতে চলেছে তার একটি ছোট্টো আভাষ পাবেন টিজারটি থেকে।” তবে শুধুমাত্র সালমান এবং শাহরুখই নয় দুই বলিউড তারকার ভক্তরাও তাদের উত্তেজনা শেয়ার করেছেন ছবিটি নিয়ে। কোনো অনুরাগী লিখেছেন, “সুপারস্টার”, তো কেউ বা উৎসুক হয়ে জিজ্ঞেস করেছেন, “আপনারা দুজন একসঙ্গে সিনেমা করবেন কবে?” এই মুহূর্তে সালমানের পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা এবং ইমোজিতে।

প্রসঙ্গত, বলিউডের এই দুই খানকে পর্দায় একসাথে দেখার জন্য মুখিয়ে আছে অনুরাগীরা। “কুছ কুছ হোতা হ্যায়”-এর মতো জনপ্রিয় ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিলো তাদের। এছাড়াও ‘হার দিল জো পেয়ার করেগা’এবং বলিউডের আইকনিক ফিল্ম ‘করণ অর্জুন’-এ এই দুজন একসাথে আগুন লাগিয়েছিলেন বক্স অফিসে। তবে আপাতত শাহরুখ খানের আসন্ন সিনেমা পাঠান-এ সালমানের ক্যামিওর জন্য উত্তেজিত সিনেমাপ্রেমীরা। উল্লেখ্য, ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন।

Avatar

Moumita

X