BSNL 997 Rs recharge plan for Prepaid Users with 160 Days validiti unlimited data and calling

জিও না থাকলেও চিন্তা নেই, আসছে BSNL 4G! ঘরে বসে অর্ডার দিলেই পাবেন সিমকার্ড

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তুমুল চর্চায় রয়েছে। এর নেপথ্যে রয়েছে Jio, Airtel, Vi এর মত বাকি টেলিকম অপারেটরদের মোবাইল রিচার্জের (Mobile Recharge) দাম বাড়ানো। লোকসভা ভোট মেটার পরেই জুলাই মাসের শুরুতে ১১% থেকে ২৫% পর্যন্ত বেড়েছে রিচার্জের দাম। যে কারণে রীতিমত ক্ষুদ্ধ গ্রাহকেরা। তবে বাকিরা বাড়ালেও বিএসএনএল কিন্তু নিজের রিচার্জ প্ল্যানের দাম এক টাকাও বাড়ায়নি। তাই অনেকেই Jio, Airtel ছেড়ে বিএসএনএল এ আসার চিন্তাভাবনাও করে ফেলেছেন।

বহু জায়গা থেকে ইতিমধ্যেই খবর মিলেছে যেখানে দিনে ১০টা বিএসএনএল এর সিমকার্ডও বিক্রি হত না। সেখানেই নাকি এখন ৫০ থেকে ৬০ টা সিমকার্ড দিব্যি বিক্রি হয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে BSNL এর সিম কিনছেন অনেকেই। তবে এবার গ্রহকদের আরও বাড়তি সুবিধা দিতে তৎপর হল বিএসএনএল। এবার বাড়ি বসে অর্ডার করলেই হোম ডেলিভারি পাবেন BSNL এর 4G সিমকার্ড। তবে বর্তমানে গুরুগ্রাম ও গাজিয়াবাদের এই স্পেশাল সুবিধা পাওয়া যাবে। আগামী দিনে হয়তো সারা ভারতে এই ব্যবস্থা চালু করা হতে পারে।

দেশের অন্যান্য টেলিকম অপারেটরদের ফোরজি থেকে ফাইভজি চালু হলেও বিএসএনএল গ্রাহকদের অভিযোগ ছিল এখনও 4G সার্ভিস চালু করা হয়নি দেশের সর্বত্র। তবে সেই চিন্তাও এবার শীঘ্রই দূর হতে চলেছে। কারণ ইতিমধ্যেই টাওয়ার আপগ্রেডেশনের কাজ চালু হয়ে গিয়েছে। প্রায় ৪০০০ টাওয়ার বসানোর কাজও হবে। তাই আশা করা যাচ্ছে এবছরেই পুরো দমে চালু হবে BSNL 4G পরিষেবা। তাই আগে ভাগেই অনেকে সিমকার্ড তুলে রাখতে চাইছেন।

BSNL reduces Bharat Fiber recharge plan by 100 for Unlimited 60mbps Internet

আরও পড়ুনঃ আমজনতার দৌলতে ঘুরে গেল খেলা! হু হু করে বাড়ছে BSNL এর সিমকার্ড বিক্রি, চিন্তায় Jio, Airtel, VI

BSNL 4G সিমকার্ড কিভাবে অর্ডার করবেন?

আপনি যদি বিএসএনএল ফোরজি এর সিমকার্ড অর্ডার করতে চান তাহলে প্রথমেই প্লে স্টোর থেকে অফিসিয়াল প্রূণ (prune) অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে।

  • এরপর অ্যাপ ওপেন করে রেজিস্টার করে নিতে হবে। ফোন নাম্বার, ঠিকানা সহ কিছু ডিটেলস দিলেই হয়ে যাবে।
  • এরপর সমস্ত নথি যাচাই করে নেওয়া হয়ে গেলেই আপনি বাড়ি বসেই BSNL এর সিমকার্ড অর্ডার করতে পারবেন।

ঠিক যেমন অ্যামাজন বা ফিল্পকার্টে অর্ডার করেন তেমন করেই সিম কার্ড অর্ডার করে ফেলা যাবে। তবে এখুনি সব জায়গায় হোম ডেলিভারি না হলেও সস্তায় রিচার্জ করতে হলে বিএসএনএলকেই বেছে নিচ্ছেন অনেকেই। আপনি যদি হাইস্পীড ইন্টারনেট সমেত Jio রিচার্জ করেন তাহলে ১৮৯ টাকা ও এয়ারটেলের ক্ষেত্রে ১৯৯ টাকা খরচ হবে। সেখানে BSNL ইউজাররা মাত্র ১৩৯ টাকাতেই ১.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাচ্ছেন ২৮ দিন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X