নিউজশর্ট ডেস্কঃ সমস্ত খরচের মত মোবাইলের রিচার্জের খরচও হু হু করে বেড়েই চলেছে। যে প্ল্যান ২ মাস আগেও ২০০ টাকার কমে রিচার্জ করা যেত সেটা এখন ২৫০ ছুঁয়েছে। জুলাইতে Jio, Airtel থেকে শুরু করে Vi নিজেদের রিচার্জের দাম বাড়িয়েছে প্রায় ২৫% পর্যন্ত। এতে পকেটে টান পড়তেই সস্তার টেলিকম কোম্পানির কাছে যেতে ব্যস্ত আমজনতা। এখানেই বাজি মারছে সরকারি সংস্থা বিএসএনএল (BSNL)।
শীঘ্রই চালু হচ্ছে BSNl 4G!
বাকি সমস্ত কোম্পানি দাম বাড়ালেও BSNL এর দাম তো বাড়েনি উল্টে নতুন একাধিক প্ল্যান লঞ্চ হয়েছে। যে কারণে বিগত দু মাসে রেকর্ড পরিমাণ বিক্রি বেড়েছে সিম কার্ডের। গ্রাহকদের মূল অভিযোগ বিএসএনএল এর নেটওয়ার্ক সব জায়গায় ঠিক মত পাওয়া যায় না। একইসাথে অন্য কোম্পানিগুলি 4G ও 5G সার্ভিস দিলেও BSNL এ সেই সুবিধা এখনও মিলছে না। যদিও এই সব সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
টাটা গ্রূপের সাথে হাত মিলিয়ে গোটা দেশে ৪০০০ এরও বেশি টাওয়ার বসাতে চলেছে BSNL। একইসাথে 4G ও 5G এর আপগ্রেডেশনের কাজ চলছে। শীঘ্রই গোটা দেশে ফোরজি নেটওয়ার্ক লঞ্চ করা হবে। অনেকের মতেই পুজোর সময় অর্থাৎ অক্টোবর মাসেই চালু হতে পারে বিএসএনএল 4G। তারপর ২০২৫ সালের মধ্যেই 5G চালুর পরিকল্পনা রয়েছে। এরই মাঝে একটু দুর্দান্ত প্ল্যান রিলিজ করেছে যেটা বাকিদের তুলনায় হাফ দামে ব্যাপক সুবিধা দিচ্ছে। চলুন সেই প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ মোবাইল ছাড়াই জানা যাবে কতদূরে ট্রেন, যাত্রী সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তি আনল ভারতীয় রেল
বিএসএনএল ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যান রিচার্জ করলে দেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। থাকবে প্রতিদিন ১০০টি ফ্রি SMS এর সুবিধা। এর সাথে জিং মিউজিক, বিএসএনএল টিউন ও ওয়াও এন্টারমেন্ট পাওয়া যাবে। Jio, Airtel বা Vi এর তুলনায় এই প্ল্যান অনেকটাই সস্তা। যারা ইন্টারনেট কম ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যান একেবারে আদর্শ বলা যেতে পারে। এই প্লেনটি রিচার্জ করলে ১৬০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।