নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম সংস্থাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি বিএসএনএল(BSNL)। বর্তমান সময়ে জিও(Jio), এয়ারটেল(Airtel) এবং ভোডাফোন-আইডিয়ার(Vodafone-Idea) সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে গ্রাহকদের মন জয় করার জন্য একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে এই সংস্থা। সম্প্রতি এই বিএসএনএল কিছু গুরুত্বপূর্ণ রিচার্জ প্ল্যান(Recharge Plan) এনেছে। যার মধ্যে একটি রিচার্জ প্লানের বৈধতা বেশিদিনের এবং এক্ষেত্রে টাকা খরচ করতে হবে অনেক কম।
এই প্ল্যানে ভয়েস কলিং-এর পাশাপাশি ডেটার সুবিধা রয়েছে। বিএসএনএলের এই প্ল্যানের বৈধতা রয়েছে ৩৫ দিনের। জিও এবং এয়ারটেলেরও ৩০ বা ৩৫ দিনের বৈধতার প্ল্যান রয়েছে। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীদের দ্বিগুণেরও বেশি খরচ করতে হয়। চলুন তাহলে বিএসএনএলের নতুন প্ল্যানে কি কি সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক।
BSNL-এর ১০৭ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ১০৭ টাকা। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩৫ দিন। এই প্ল্যান সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা বিএসএনএল-এর সিম সেকেন্ডারি নম্বর হিসেবে ব্যবহার করেন। এই প্ল্যানে মোট ৩ জিবি ডাটা পাওয়া যাবে। এছাড়া এর সঙ্গে আনলিমিটেড ইনকামিং কলের পাশাপাশি ২০০ মিনিটের আউটগোয়িং কলের সুবিধা রয়েছে।এই সংস্থা ইতিমধ্যেই বেশকিছু জায়গায় ৪জি পরিষেবা চালু করেছে। আর এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩ জিবি হাই স্পিড ডাটা পাবেন। এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা ৪০ কেবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা পাবেন।
আরও পড়ুন: Jio: জিও’র ধামাকা অফার! মাত্র ২০ টাকায় আনলিমিটেড নেট, ১৩ টি OTT সহ ৫০০-টি টিভি চ্যানেল
JIO-র ৩০ দিনের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা থাকে ৩০ দিন। এর জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে ২৯৬ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ইনকামিং এবং আউটগোইং কলিং-এর সাথে ২৫ জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন।
Airtel-এর ৩৫ দিনের রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানের জন্য গ্রাহককে খরচ করতে হবে ২৮৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ৪ জিবি ডেটা পাবেন এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন।