নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম সংস্থাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল BSNL। অন্যান্য টেলিকম সংস্থা গুলোর তুলনায় কম খরচে গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এই সংস্থার গ্রাহক সংখ্যা অনেক বেশি। তবে এবার 5G যুগে দাঁড়িয়ে এই সংস্থা এমন এক পদক্ষেপ গ্রহণ করেছে যার জন্য রেগে আগুন বেশ কিছু কাস্টমার।
এর কারণ হলো দীর্ঘদিন ধরে এই সংস্থা 4G পরিষেবা চালু করার কথা বললেও এখনো সঠিকভাবে তা চালু হয়নি। এর জন্য বারবার সমালোচনা হচ্ছে চারিদিকে। তবে এর মধ্যেই আবার এই সংস্থা ৫৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান থেকে আনলিমিটেড সুবিধা তুলে নিয়েছে। যদিও এই পরিষেবা বাদে বাকি অন্য সব পরিষেবা বজায় থাকবে বলে জানিয়েছে এই সংস্থা।
২০২০ সালে করোনার সময় এই ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান চালু করেছিল বিএসএনএল। যারা বাড়িতে বসে ওয়ার্ক ফর্ম হোম করতেন। তাদের জন্য এই প্ল্যান বেশ সাশ্রয়ী ছিল। তবে এখন যেহেতু আর সাধারণ মানুষের ওয়ার্ক ফর্ম হমার প্রয়োজনীয়তা নেই। তাই রাতভর আনলিমিটেড ডেটা ব্যবহার করতে গিয়ে এই সংস্থার লোকসান হচ্ছে। আর তাই এই সমস্ত অসুবিধার কথা মাথায় রাখি বিএসএনএল এমন সিদ্ধান্তগ্রহণ করেছে।
আরও পড়ুন: BSNL: গ্রাহকদের জন্য বিরাট সুখবর! বিটিএস এসে পৌঁছতেই চালু হচ্ছে BSNL 4G পরিষেবা
এই ৫৯৯ টাকার প্ল্যানে অন্যান্য কি কি সুবিধা রয়েছে?
এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ৩ জিবি করে ডাটা এবং প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গেই পাওয়া যাবে ZING, PRBT, Astrocell-এর একসেস। বর্তমানে বিএসএনএল তার 4g পরিষেবা চালু করার জন্য নানা রকমের চেষ্টা শুরু করেছে। শোনা যাচ্ছে, পাঞ্জাবে ৪ জির একটি পাইলট টেস্টও করেছে বলে জানা গিয়েছে।