BSNL RS 197with Unlimited Calling 2GB perday Data and 70 Days Validity

Jio, Airtel, Vi কে সোজা চ্যালেঞ্জ! ২০০ টাকারও কমে ৭০ দিনের আনলিমিটেড ধামাকা প্ল্যান আনল BSNL

নিউজশর্ট ডেস্কঃ একটা সময় ছিল যখন মোবাইল হোক বা টেলিফোন মানেই ছিল বিএসএনএল (BSNL)। এরপর সময় ও প্রযুক্তি পাল্টাতে একপ্রকার হারিয়ে যেতে বসেছিল বিএসএনএল। তবে সম্প্রতিকালে বাকি সমস্ত কোম্পানিকে টেক্কা দিয়ে হু হু করে গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। Jio, Airtel, Vi এর রিচার্জের দাম বাড়তেই BSNL এর শরণাপন্ন সাধারণ মানুষ।

গত ৩রা জুলাই প্রায় ২৫% পর্যন্ত দাম বেড়েছে মোবাইল রিচার্জের। যার ফলে অসুবিধায় পড়ে গিয়েছেন ব্যাপক সংখ্যক মানুষ। দেখা হচ্ছে একমাস ফোনের ইনকামিং ও আউটগোয়িং চালু রাখার জন্য প্রায় ২৫০ টাকা মত খরচ করতে হচ্ছে। তবে বাকিদের থেকে বিএসএনএল এ এই খরচ অনেকটাই কম। তাই সর্বত্র 4G নেটওয়ার্ক না থাকলেও অনেকেই টাকা বাঁচানোর জন্য BSNL এই ভরসা করছেন।

বহু জায়গা থেকে ইতিমধ্যেই খবর মিলেছে যেখানে দিনে ১০টা বিএসএনএল এর সিমকার্ডও বিক্রি হত না। সেখানেই নাকি এখন ৫০ থেকে ৬০ টা সিমকার্ড দিব্যি বিক্রি হয়ে যাচ্ছে। এটার প্রধান কারণ হল সস্তার রিচার্জ প্ল্যান। অন্যান্য কোম্পানি যেখানে একমাসের জন্য প্রায় ২০০ বা ২৪৯ পর্যন্ত চার্জ করছে সেখানে ১০০-১৪৯ টাকাই যথেষ্ট বিএসএনএল এর জন্য। তবে এবার ২০০ টাকার কমে আরও একটি ধামাকা প্ল্যান লঞ্চ করেছে BSNL, যেখানে ৭০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।

BSNL Sim card selling rapidly boosts After Jio Recharge Price Hike

BSNL Rs 197 প্ল্যানের সুবিধা

আপনি যদি কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি পেতে চান তাহলে বিএসএনএল এর ১৯৭ টাকার প্ল্যান একেবারে পারফেক্ট সলিউশন হতে পারে। এই রিচার্জ করলে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা ডেটা, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ১০০টি SMS প্রতিদিন ফ্রি পাবেন।

আরও পড়ুনঃ খরচ কমাতে BSNL এ পোর্ট, আপনার এলাকায় নেটওয়ার্ক আছে তো? আগেই দেখে নিন

তবে এই রিচার্জের একটা টুইস্ট রয়েছে। সেটা হল এতে মোট ভ্যালিডিটি ৭০ দিনের হলেও আনলিমিটেড কলিং ও ২ জিবি ডেটা প্রোটিনের সুবিধাগুলি ১৫ দিনই পাওয়া যাবে। তাই আপনার যদি নাম্বার চালু রাখাটাই উদ্দেশ্য হয় এই রিচার্জটি নিঃসন্দেহে করতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X