Business Idea: চাকরি নয়, এবার এই গাছের চাষ করলেই কেল্লাফতে, মাসে আয় ১০ লাখ টাকা!

নিউজশর্ট ডেস্ক: এখন শুধুমাত্র চাকরি নয়, ব্যবসা করেও প্রচুর মানুষ অর্থ উপার্জন করতে চাইছেন। আপনি যদি ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত বিজনেস আইডিয়া(Business Idea)।

এখন ব্যবসা বলতে শুধুমাত্র কোন কিছু বিক্রি এমন কিন্তু নয় আপনি চাইলে যে কোন কিছু চাষ করেও মোটা টাকা রোজগার করতে পারেন। এক্ষেত্রে কুল চাষ করেও আপনি ১০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এক্ষেত্রে এই কুল চাষের ব্যবসা করতে চাইলে আপনাকে প্রথমে একটি উপযুক্ত জমি নির্বাচন করতে হবে। এরপরে চারা রোপণ করতে হবে এবং সেই সমস্ত চারার সঠিক পরিচর্যা করতে হবে।

যেকোনো মাটিতেই কুলের চাষ ভালো হয়। তবে আপনি যদি ভারী ও সামান্য ক্ষারযুক্ত বেলে দো-আঁশ মাটিতে কুলের চাষ করেন, তাহলে আরো ভালো ফলন পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত বৃষ্টিপাত কুল গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই চাষ করতে হলে মাঘ মাসের মাঝখান থেকে চৈত্র মাসের মাঝখান দিয়ে ভালো ফলন হবে।

আরও পড়ুন: Business Idea: মাত্ৰ ১৫ হাজার টাকা দিয়ে কিনুন এই মেশিন, এই ব্যবসায় প্রতি মাসে রোজগার হবে ৬০ হাজার টাকা

বীজ ও কলমের মাধ্যমে এই গাছের চারা তৈরি করা যায়। এক্ষেত্রে ছয় থেকে সাত মিটার ছেড়ে ছেড়ে চারা গাছ রোপন করতে হবে। রোপনের ১০ থেকে ১৫ দিন আগে ২৫ কেজি পচা গোবর, পটাশ, জিপসাম, সার ইত্যাদি গর্তের সঙ্গে মিশিয়ে গর্তটাকে বন্ধ করে রাখতে হবে।

ঠিক ভাবে করতে পারলে একেকটি গাছ থেকে ১০০ থেকে দেড়শ কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। আর এই কুলের দাম প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত অনেক সময় হয়। তাই এই সমস্ত কুল বিক্রি করে আপনি মোটা টাকা খুব সহজেই রোজগার করতে পারবেন।

Papiya Paul

X