Madhyamik Exam

Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খারাপ খবর, প্রথম দিনেই বাতিল একগুচ্ছ ট্রেন!

নিউজ শর্ট ডেস্ক: জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক (Madhyamik Exam)। ছোট থেকে আমরা সকলেই শুনে আসছি এই কথা। আজ অর্থাৎ ২ ফ্রেব্রুয়ারি থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তাই পড়ুয়ারা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে এই পরীক্ষা  দিতে পারেন, তাই এক বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেল সহ পরিবহন দফতর৷ জানা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)৷

ট্রেন বাতিলের কারণ জানিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে৷ তার শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে৷

২ ফেব্রুয়ারি রাতে বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে  থাকছে শিয়ালদহ থেকে 31631, 31447, রানাঘাট থেকে 31636, নৈহাটি থেকে 31450৷ এছাড়াও শনিবার ৩ ফেব্রুয়ারি বাতিলের খাতায় থাকছে শিয়ালদহ থেকে 31311, কল্যাণী সীমান্ত থেকে 31314৷

পরীক্ষা হল মাধ্যমিক,Madhyamik Exam,লোকাল ট্রেন,Local Train,বাতিল ট্রেন,Cancel Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যদিও রেলের তরফে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও ওভারহেডের তারের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য সপ্তাহ শেষে হাওড়া বা শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন বাতিল হওয়া এখন একপ্রকার চেনা ছবি৷ এবার মাধ্যমিক পরীক্ষার মধ্যেই শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আবার ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদহ শাখায়৷

আরও পড়ুন: শুধু রয়্যাল বেঙ্গল নয়, সুন্দরবনে গেলে এবার দেখা মিলবে এদেরও! বেড়িয়ে আসুন ছুটিতে

পরীক্ষা হল মাধ্যমিক,Madhyamik Exam,লোকাল ট্রেন,Local Train,বাতিল ট্রেন,Cancel Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যদিও মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিনগুলিতে সকাল  ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চালানো হবে। পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় জালালখালি হল্ট স্টেশন, বারাসত-বনগাঁ শাখায় সনহাটি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে  এই সময়ের মধ্যে কয়েকটি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল৷

Avatar

anita

X