Papiya Paul

দীঘার সমুদ্রে পাওয়া গেল কয়েক কোটি টাকার মাছ, খুশিতে আত্মহারা মৎস্যজীবীরা

দীঘার সমুদ্রে ঘটে গেল আশ্চর্যতম ঘটনা। দিঘা সমুদ্রে ট্রলারে চেপে মৎস্য শিকার করতে গিয়েছিলেন ৯ জন মৎসজীবী। দীঘার সমুদ্রে জাল ফেলতে না ফেলতেই একের পর এক উঠে এলো তেত্রিশটি তেলিয়া ভোলা মাছ। জানলে অবাক হয়ে যাবেন, এই মাছগুলির দাম প্রায় কয়েক কোটি টাকা। দীঘার মোহনাতে এই কোটি টাকার মাছ দেখার জন্য ভিড় জমান পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা।

   

স্থানীয় সূত্রে খবর, প্রতিবারের মত মঙ্গলবার ভোরবেলা মা বাসন্তী ট্রলারে চেপে কয়েকজন মৎস্যজীবী গিয়েছিলেন সমুদ্রের মাছ ধরতে। মাছ সমুদ্রের জল ফেলতে তারা হয়ে যান হতবাক। জালে একের পর এক উঠতে থাকে তেলিয়া ভোলা মাছ।এইভাবে ৩৩ টি মাছ নিয়ে মৎস্যজীবীরা ফিরে আসেন মোহনায়।

এই মাছ পাওয়ার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় গোটা এলাকায়। স্থানীয় থেকে পর্যটক, সকলেই ভিড় জমাতে শুরু করেন। দুপুরের দিকে মাছগুলি নিয়ে যাওয়া হয় দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের আড়ৎদার শ্যামসুন্দর দাসের কাছে। শ্যামসুন্দর বাবুর ধারণা অনুযায়ী এই মাছগুলির দাম প্রায় কোটি টাকার কাছাকাছি।

শ্যামসুন্দর দাস জানিয়েছেন, এই ৩৩ টি মাছের ওজন প্রায় ৩৮৬ কেজি। প্রতিকেজি প্রায় ১৩ হাজার দাম এই মাছের। বিকেলের মধ্যে মাছ গুলির দাম ছাড়িয়ে যায় ৯০ লক্ষ টাকায়। মাছ বিক্রি প্রসঙ্গে স্থানীয় এক মৎস্যজীবী জানিয়েছেন,”এই মাছের পটকা থেকে অপারেশনের সুতো, ক্যাপসুল তৈরি করা হয়। মাছগুলো বিক্রি করা হবে শিয়ালদহে”।এতগুলি মাছ একসাথে বিক্রি করতে পারলে কিছুটা হলেও আর্থিক দিক থেকে স্বস্তির মুখ দেখবেন মৎস্যজীবীরা। তাই এই মাছ পেয়ে ভীষণ ভাবে খুশি ট্রলারে থাকা প্রত্যেক মৎস্যজীবী।