LPG Gas

LPG Gas: রাজ্য নাকি কেন্দ্র! রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লাভ বেশি কার জানেন?

নিউজ শর্ট ডেস্ক: ভোটের উত্তাপে সরগরম বঙ্গ রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিংবা কেন্দ্রের কেন্দ্রীয় সরকার বিজেপির নেতা নেত্রীদের মধ্যে এই মুহূর্তে নানা বিষয় নিয়েই চলছে রাজনৈতিক তরজা। এই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশেই সম্প্রতি নতুন করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

উভয় দলই এই রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে লাগাতার চ্যালেঞ্জ ছুঁড়ছে  একে অপরকে। সম্প্রতি বিজেপির শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যে বিজেপি ক্ষমতায়  এলে যে দামে রান্নার গ্যাস দেবে তা কেউ ভাবতেও পারবেন না। আর শুভেন্দু অধিকারীর এই দাবির উত্তরে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক ব্যানার্জি বলেছেন বিজেপি  যদি আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে দেশের প্রতিটি মানুষকে গ্যাস দেবে বলে জানায় তাহলে তৃণমূল ৪২ টি আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নেবে।

অর্থাৎ তৃণমূল আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। অভিষেক ব্যানার্জির এই মন্তব্যের পাল্টা জবাবেই তাঁকে এক হাত নিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক  ভট্টাচার্য। তিনি পাল্টা চ্যালেঞ্জ করে জানিয়েছেন তৃণমূল সরকার রান্নার গ্যাস থেকে ট্যাক্স বাবদ যা রোজগার করছে তা আগে ছেড়ে দিক। সব মিলিয়ে  রান্নার গ্যাস নিয়ে তৃণমূল এবং বিজেপির এই তরজার পরিপ্রেক্ষিতে এখন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিরাট কৌতূহল।

এলপিজি সিলিন্ডার,LPG Cylinder,গ্যাস সিলিন্ডারGyas Cylinder,কেন্দ্র,Central,রাজ্য,State,লাভ,Benefit,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অনেকেই প্রশ্ন তুলছেন এই  রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বর্তমানে কত টাকা লাভ করছে রাজ্য সরকার (State Government) কিংবা কত টাকাই বা লাভ হচ্ছে কেন্দ্র সরকারের (Central Government)। সাধারণত ১৪.২ কেজি ওজনের একটি রান্নার গ্যাসের যে  দাম সাধারণ মানুষ দিয়ে থাকেন সেই দামের ওপর লাগুর হয়েছে জিএসটি। এই জিএসটি থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার-ই  ভালো পরিমাণে টাকা রোজগার করে থাকেন।

আরও পড়ুন: পাত্তা পাবে না প্রাইভেট স্কুল! অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে আসছে পিএমশ্রী স্কুল

অনেকেই মনে করেন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে মোটা অংকের টাকা কেন্দ্র সরকার লাভ করে আর সামান্য কিছু টাকা পায় রাজ্য সরকার। আবার অনেকে দাবি করেন উল্টোটাই সত্যি।  অর্থাৎ রাজ্য সরকার বেশি টাকা লাভ করে আর কেন্দ্র সরকার কম। কিন্তু আসল সত্যিটা কি?

এলপিজি সিলিন্ডার,LPG Cylinder,গ্যাস সিলিন্ডারGyas Cylinder,কেন্দ্র,Central,রাজ্য,State,লাভ,Benefit,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা আছে আসলে একটি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে মোট পাঁচ শতাংশ জিএসটি লাগু করা হয়। যা থেকে ২.৫ শতাংশ জিএসটি রাজ্য সরকারের আর ২.৫ শতাংশ জেএসটি কেন্দ্র সরকারের ঘরে ঢুকে থাকে। তাই হিসেব অনুযায়ী রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই সমান লাভ করে থাকে। তাই এক্ষেত্রে যদি রান্নার গ্যাসের দাম ৯৫২ টাকা হয় তাহলে কেন্দ্র সরকার পায় ২২.৬৭ টাকা একই ভাবে রাজ্য সরকারও পায় ২২.৬৭ টাকা।

Avatar

anita

X