Central Government Big update on Aadhar Card Update Last Date

Partha

ভোট মিটতেই বড় ঘোষণা, বাতিল হতে পারে আঁধার কার্ড? বড় ঘোষণা সরকারের

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোটার কার্ডের মতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আঁধার কার্ড (Aadhar Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্যাস, রেশন থেকে শুরু করে যে কোনো সরকারি বা বেসরকারি কাজের ক্ষেত্রে ডকুমেন্টস হিসাবে আঁধার কার্ড লাগবেই। কিন্তু এবার একটা ছোট্ট কাজ না করলে আঁধার সংক্রান্ত সমস্ত কাজ। কি করতে হবে? কবের মধ্যে করতে হবে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণটা পড়ুন।

   

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আঁধার কার্ড নিয়ে বড় ঘোষণা প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরেই যাদের কার্ড অনেক পুরোনো হয়ে গিয়েছে তাদের আপডেট করার জন্য বলা হয়েছিল। আঁধার ডেমোগ্রাফিক আপডেটের (Aadhar Demographic Update) শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ১৪ই জুন পর্যন্ত। তবে এই সময়সীমা আজ শেষ হলেও বহু মানুষ এমন রয়েছেন যাদের আঁধার আপডেট এখনও বাকি রয়ে গিয়েছে। তবে আধার কার্ড বাতিল হবে না। হয়তো আপনার কাজ আটকে যেতে পারে কিন্তু সেটা আপডেট করে নিলেই কাজ হয়ে যাবে।

তবে এবার আঁধার আপডেটের শেষ তারিখ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হল। যেমনটা জানা যাচ্ছে সেপ্টেম্বর মাস অবধি করে দেওয়া হয়েছে নতুন লাস্ট ডেট। তবে ভবিষ্যতে যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য আগে থেকেই কাজ মিটিয়ে রাখা ভালো। কিভাবে আঁধার আপডেট করতে হবে? চলুন সেই পদ্ধতিও দেখে নেওয়া যাক।

aadhar card update,aadhar card update news,aadhar card update last date,aadhar card update online,aadhar card update status,aadhar card update center near me,আঁধার কার্ড,কেন্দ্রীয় সরকার

আরও পড়ুনঃ কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে ৪৫৬ টাকা? এবার প্রকাশ্যে এল আসল কারণ

আঁধার কার্ড আপডেট কীভাবে করবেন?

যারা এখনও আঁধার আপডেট করেননি তাদের শীঘ্রই করে নিতে হবে। মূলত যাদের আঁধার কার্ড ১০ বছরেরও বেশি আগে বানানো বা শেষ আপডেট হয়েছে ১০ বছরের আগে তাদেরকেই আপডেট করতে হবে। অর্থাৎ আপনি যদি ২০১৪ সালের আগে কার্ড বানিয়ে থাকেন বা আপডেট করে থাকেন তাহলেই আপনাকে আবার ডেমোগ্রাফিক আপগ্রেড করতে হবে। নাহলে কোনো চিন্তাই নেই। চলুন এবার দেখে নিন কিভাবে আপডেট করতে হবেঃ

  • আঁধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেটের জন্য প্রথেমই UIDAI এর অফিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • তারপর সেখান থেকে myAadhar এর মাধ্যমে আপডেট করার সুবিধা পাওয়া যাবে।
  • হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট ও চোখের স্ক্যান আপডেট করতে হলে আপনাকে  আঁধার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
  • এরপর সেখানে গিয়ে হাতের আঙুলের ছাপ দিয়ে ও চোখের স্ক্যান করে ডেমোগ্রাফিক আপডেট করে নিতে হবে। সেক্ষেত্রে একটা নূন্যতম চার্জ লাগতে পারে।