Government Schemes

Papiya Paul

Government Schemes: সন্তানের ভবিষ্যত সুরক্ষিত রাখতে টাকা রাখুন এই ৩ টি স্কিমে, ম্যাচুরিটিতে মিলবে ৭০ লাখ টাকা!

নিউজশর্ট ডেস্ক: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সন্তান জন্মের পর থেকেই চিন্তাভাবনা শুরু করে দেন পিতা-মাতারা। উচ্চশিক্ষা থেকে শুরু করে বিয়ের জন্য অর্থ যোগানের চিন্তা থাকে সকলের মধ্যেই। আর কন্যা সন্তান হলে সেক্ষেত্রে দায়িত্ব এবং চিন্তা আরো বেশি হয়। তবে আপনি যদি কন্যার সন্তানের অভিভাবক হয়ে থাকেন তাহলে এবার চিন্তা ছাড়ুন।

   

তিনটি বিনিয়োগ প্রকল্প(Government Schemes) রয়েছে যেখানে অর্থবিনিয়োগ সম্পূর্ণরূপে নিরাপদ। এর পাশাপাশি মোটা টাকা রিটার্নও আসবে। দেশের কন্যাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই স্কিমগুলো তৈরি করা হয়েছে। এই স্কিম গুলোর নাম হল- সুকন্যা সমৃদ্ধি যোজনা, সভেরিয়ান গোল্ড বন্ড, আর মিউচুয়াল ফান্ড।

সুকন্যা সমৃদ্ধি যোজনা:
এই যোজনাতে আপনি বছরে ২৫০ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আপনার মেয়ের বয়স যদি ১০ বছরের কম হয় তাহলে আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে পারেন। মনে রাখবেন যত তাড়াতাড়ি আপনি এটা অর্থ বিনিয়োগ করবেন তত তাড়াতাড়ি আপনার মেয়ের জন্য মোটা টাকা জমা করতে পারবেন।

Sukanya Samriddhi Yojana

আরও পড়ুন: RBI: টাকার লোভে পুরানো নোট বিক্রি করছেন! RBI-র এই নিয়ম না মানলে পড়বেন ফ্যাসাদে 

এখানে আপনি ১৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং ২১ বছরে গিয়ে সেই অর্থ ম্যাচুরিটি হবে। আপনি যদি আপনার মেয়ের জন্মের সঙ্গে সঙ্গেই তার নামে এই অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ২১ বছর বয়সে আপনি ৭০ লক্ষ টাকা জমাতে পারবেন। আর এই সমস্ত অর্থ কন্যার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

কিভাবে পাবেন এই ৭০ লক্ষ টাকা?
আপনি যদি আপনার মেয়ের নামে এই একাউন্টে প্রত্যেক বছর দেড় লক্ষ টাকা করে জমা করেন তাহলে প্রত্যেক মাসে ১২৫০০ টাকা সঞ্চয় করতে হবে। এবার আপনি ১৫ বছরের মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করবেন। আর এখানে সুদ দেওয়া হয় ৮.২%, অর্থাৎ ২১ বছর পর আপনি সুদ হিসেবে পাচ্ছেন ৪৬ লক্ষ ৭৭ হাজার ৫৭৮ টাকা। অর্থাৎ আসলেও সুদ মিলিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা আপনি আপনার কন্যার ২১ বছর বয়সে পেয়ে যাবেন। তবে সে ক্ষেত্রে সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই এই অ্যাকাউন্ট খোলা দরকার।

আরও পড়ুন: Government: দেশের মহিলাদের জন্য মোদীর উদ্যোগ, এবার মেয়েদের ‘লাখপতি’ বানাবে সরকার!

সোভেরিয়ান গোল্ড বন্ড:
যত দিন যাচ্ছে ক্রমাগত সোনার দাম বাড়ছে এই কারণে বিনিয়োগকারীরা এখানে ভালো রিটার্ন পান। যেকোনো সাধারণ মানুষ ব্যাংক পোস্ট অফিস থেকে অফলাইন এবং অনলাইনে সোনার বন্ড স্কিম কিনতে পারবেন। সরকারি গোল্ড বন্ডে বিনিয়োগ করা rbi দ্বারা জারি করা হয় এখানে বিনিয়োগ করলে আপনি বছরে ২.৫০ শতাংশ সুদ পাবেন। এখানে বিনিয়োগ করতে হলে আপনার প্যান কার্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে।

মিউচুয়াল ফান্ড: সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি এই মিউচুয়াল ফান্ডেও অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে এখানে অর্থ বিনিয়োগ যেহেতু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে তবেই অর্থ বিনিয়োগ করা দরকার।